আড়াই লক্ষ ডলারের বুলিয়নের একটা চালান যাচ্ছিল রেটন পাস থেকে স্যান মার্কোস সিটিতে। দৃষ্টি আকর্ষিত হলো শকুনদের, অ্যাম্বুশ করল তারা। কপালগুনে বেঁচে গেল বুলিয়নবাহী ওয়্যাগনের মাস্টার জেব স্টুয়ার্ট। মারা পড়ল ওর তিন বন্ধু। শহরে ফিরে বুঝতে পারল,ফেঁসে গেছে সে- লুন্ঠিত চালান উদ্বার করতে না পারলে জেল হয়ে যাবে। এদিকে ওর কম্পানির একাংশ কিনে নিয়েছে অলিভিয়া কারসন,যে মনে করে তার বাবার মৃত্যুর জন্য জেবই দায়ী। শরীরে বুলেটের ক্ষত,নতুন পার্টনারের মনে সন্দেহ।শকুনেরা ব্যাস্ত আরেকটা নীলনকশা বাস্তবায়নে। দুমাসের মধ্যে সমস্যার সমাধান না হলে কোম্পানি দেউলিয়া।এ অবস্থায় ডেথ ট্রেইলে রওয়ানা হতে হল জেবকে। যে ট্রেইল দিতে পারে হারানো বুলিয়গুলোর সন্ধান। কিন্তু ঘাতকরা আছে সংগে। হামলা করতে পারে ইন্ডিয়ানরা। সুতরাং ডেথ ট্রেইলে কারও-না-কারও মরণ সুনিশ্চিত।
আড়াই লক্ষ ডলারের বুলিয়নের একটা চালান যাচ্ছিল রেটন পাস থেকে স্যান মার্কোস সিটিতে। দৃষ্টি আকর্ষিত হলো শকুনদের, অ্যাম্বুশ করল তারা। কপালগুনে বেঁচে গেল বুলিয়নবাহী ওয়্যাগনের মাস্টার জেব স্টুয়ার্ট। মারা পড়ল ওর তিন বন্ধু। শহরে ফিরে বুঝতে পারল,ফেঁসে গেছে সে- লুন্ঠিত চালান উদ্বার করতে না পারলে জেল হয়ে যাবে। এদিকে ওর কম্পানির একাংশ কিনে নিয়েছে অলিভিয়া কারসন,যে মনে করে তার বাবার মৃত্যুর জন্য জেবই দায়ী। শরীরে বুলেটের ক্ষত,নতুন পার্টনারের মনে সন্দেহ।শকুনেরা ব্যাস্ত আরেকটা নীলনকশা বাস্তবায়নে। দুমাসের মধ্যে সমস্যার সমাধান না হলে কোম্পানি দেউলিয়া।এ অবস্থায় ডেথ ট্রেইলে রওয়ানা হতে হল জেবকে। যে ট্রেইল দিতে পারে হারানো বুলিয়গুলোর সন্ধান। কিন্তু ঘাতকরা আছে সংগে। হামলা করতে পারে ইন্ডিয়ানরা। সুতরাং ডেথ ট্রেইলে কারও-না-কারও মরণ সুনিশ্চিত।