একদল খুনি। ওদের কেউ প্রথমবারের মতো খুন করতে যাচ্ছে, কেউ আগে দুর্ঘটনাবশত খুন করেছে, কারো আবার খুন করাটাই নেশা। ওদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে মাটির গভীরে রহস্যময় এক গোলকধাঁধায়। ওরা জানতে পারলো এখানে ওদের জন্য অপেক্ষা করচে ভয়ংকর অপার্থিব রহস্যময় এক প্রাণী। পালাতে চাইলে ফাঁকি দেওয়া যাবে না তাকে। পথের কাঁটা সরাতে হলে আবার খুন করতে হবে, প্রাণীটাকে, এবং হয়ত মানুষকেও। শুরু হলো বেঁচে থাকার এক রোমহর্ষক অভিযান। বেরিয়ে আসতে শুরু করলো একের পর এক রহস্যের জাল। গোলকধাঁধার অজানা বিপদ, শিকারী প্রাণীটির নারকীয় হত্যা আর একে অপরের ষঢ়যন্ত্রে টানাটান হয়ে ওঠে কাহিনী।
একদল খুনি। ওদের কেউ প্রথমবারের মতো খুন করতে যাচ্ছে, কেউ আগে দুর্ঘটনাবশত খুন করেছে, কারো আবার খুন করাটাই নেশা। ওদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে মাটির গভীরে রহস্যময় এক গোলকধাঁধায়। ওরা জানতে পারলো এখানে ওদের জন্য অপেক্ষা করচে ভয়ংকর অপার্থিব রহস্যময় এক প্রাণী। পালাতে চাইলে ফাঁকি দেওয়া যাবে না তাকে। পথের কাঁটা সরাতে হলে আবার খুন করতে হবে, প্রাণীটাকে, এবং হয়ত মানুষকেও। শুরু হলো বেঁচে থাকার এক রোমহর্ষক অভিযান। বেরিয়ে আসতে শুরু করলো একের পর এক রহস্যের জাল। গোলকধাঁধার অজানা বিপদ, শিকারী প্রাণীটির নারকীয় হত্যা আর একে অপরের ষঢ়যন্ত্রে টানাটান হয়ে ওঠে কাহিনী।