ক্যালিফোর্নিয়ার ক্যাটল কান্ট্রিতে এলো রক বেনন। বন্ধু রাস্টিকে পেল গুরুতর আহত অবস্থায়। রাসলারদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার অপরাধে গুলি করা হয়েছে তাকে, ফেলে যাওয়া হয়েছে মৃত্যুর মুখে। লেনি আর্থার নামে দুর্ধর্ষ এক ঠান্ডা মাথার খুনী কঠোর সব নীচ লোক জড়ো করেছে তার উদ্দেশ্য পূরণের জন্য। ওসবের তোয়াক্কা করল না বেনন, লেনি আর্থারের সামনে বিরাট বাঁধা হয়ে দাঁড়াল। ফলে নিজের সমস্ত লোক লাগিয়ে দিল বেনি আর্থার। রক বেননকে শেষ করে দিতে বেড়িয়ে পড়ল হায়েনার দল। কিন্তু লেনি আর্থার জানে না, রক বেননও প্রতিজ্ঞা করেছে, ওর শেষ দেখে ছাড়বে।
ক্যালিফোর্নিয়ার ক্যাটল কান্ট্রিতে এলো রক বেনন। বন্ধু রাস্টিকে পেল গুরুতর আহত অবস্থায়। রাসলারদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার অপরাধে গুলি করা হয়েছে তাকে, ফেলে যাওয়া হয়েছে মৃত্যুর মুখে। লেনি আর্থার নামে দুর্ধর্ষ এক ঠান্ডা মাথার খুনী কঠোর সব নীচ লোক জড়ো করেছে তার উদ্দেশ্য পূরণের জন্য। ওসবের তোয়াক্কা করল না বেনন, লেনি আর্থারের সামনে বিরাট বাঁধা হয়ে দাঁড়াল। ফলে নিজের সমস্ত লোক লাগিয়ে দিল বেনি আর্থার। রক বেননকে শেষ করে দিতে বেড়িয়ে পড়ল হায়েনার দল। কিন্তু লেনি আর্থার জানে না, রক বেননও প্রতিজ্ঞা করেছে, ওর শেষ দেখে ছাড়বে।