পাইরেট'স হিলের কাছে হঠাৎ কালো রঙের একটা বুলেট আকৃতির গাড়ি আশে মাইল বেগে পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল দমকা হাওয়ার মত। ধাক্কা থেকে বাঁচতে গিয়ে সাইকেল সহ কাত হয়ে পথের পাশের ঝোপের উপর পড়ে গেলো কিশোর। গাড়ি চালাচ্ছে যে ছেলেটা, বয়স আঠারো-উনিশ হবে। চোখে কালো চশমা। সাদা একটা গলা-খোলা শার্ট গায়ে। কিশোরকে পড়ে যেতে দেখে দাঁত বের করে হাসল। 'বেয়াদব কোথাকার!' মেজাজ ঠিক রাখতে কষ্ট হচ্ছে কিশোরের। এই বেপরোয়া গাড়ি-চালকের বিরুদ্ধে স্কুল-ম্যাগাজিনে কড়া একটা প্রতিবেদন লিখতে হবে। মনে মনে হেডিংও ঠিক করে ফেলল। মোড় ঘুরে অন্যপাশে আসতেই আবার দেখতে পেল গাড়িটাকে। তীব্র গতিতে হারিয়ে যাচ্ছে সামনের বাঁকের আড়ালে। কয়েক সেকেন্ড পরেই কানে এল ব্রেকের তীক্ষ্ণ শব্দ। বিপদে পড়েছে গাড়িটা!
পাইরেট'স হিলের কাছে হঠাৎ কালো রঙের একটা বুলেট আকৃতির গাড়ি আশে মাইল বেগে পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল দমকা হাওয়ার মত। ধাক্কা থেকে বাঁচতে গিয়ে সাইকেল সহ কাত হয়ে পথের পাশের ঝোপের উপর পড়ে গেলো কিশোর। গাড়ি চালাচ্ছে যে ছেলেটা, বয়স আঠারো-উনিশ হবে। চোখে কালো চশমা। সাদা একটা গলা-খোলা শার্ট গায়ে। কিশোরকে পড়ে যেতে দেখে দাঁত বের করে হাসল। 'বেয়াদব কোথাকার!' মেজাজ ঠিক রাখতে কষ্ট হচ্ছে কিশোরের। এই বেপরোয়া গাড়ি-চালকের বিরুদ্ধে স্কুল-ম্যাগাজিনে কড়া একটা প্রতিবেদন লিখতে হবে। মনে মনে হেডিংও ঠিক করে ফেলল। মোড় ঘুরে অন্যপাশে আসতেই আবার দেখতে পেল গাড়িটাকে। তীব্র গতিতে হারিয়ে যাচ্ছে সামনের বাঁকের আড়ালে। কয়েক সেকেন্ড পরেই কানে এল ব্রেকের তীক্ষ্ণ শব্দ। বিপদে পড়েছে গাড়িটা!