শহরে দেখা দিচ্ছে অদ্ভুত এক রোগ, রোগ না বলে একে প্রাণঘাতী বিপর্যয় বলাই ভালো। এসব কি কারও চক্রান্ত না কি নিছক গুজব? শহরের প্রশাসন ব্যর্থ হলো এর রহস্য উন্মোচনে। ওদিকে বাচ্চা এক মেয়ে; ঝিমলি ব্যস্ত নিজের অদ্ভুত বন্ধু হজুর সাথে। কে এই হজু? কেন ঝিমলির মা দেখতে পায় না হজুকে? ঝিমলি আর হজু’র মাঝে কেন এই ঘনিষ্ঠতা? শহর জুড়ে যে তাণ্ডব নেমেছে তার সাথে কী সম্পর্ক রয়েছে ঝিমলির? কসমিক-হরর অ্যাডভেঞ্চার ধারার মাত্রা-জাতক এক রুদ্ধ নগরের কথা বলে, যে নগরের সম্ভাবনা পাঠকেরা উড়িয়ে দিতে পারবেন না।
শহরে দেখা দিচ্ছে অদ্ভুত এক রোগ, রোগ না বলে একে প্রাণঘাতী বিপর্যয় বলাই ভালো। এসব কি কারও চক্রান্ত না কি নিছক গুজব? শহরের প্রশাসন ব্যর্থ হলো এর রহস্য উন্মোচনে। ওদিকে বাচ্চা এক মেয়ে; ঝিমলি ব্যস্ত নিজের অদ্ভুত বন্ধু হজুর সাথে। কে এই হজু? কেন ঝিমলির মা দেখতে পায় না হজুকে? ঝিমলি আর হজু’র মাঝে কেন এই ঘনিষ্ঠতা? শহর জুড়ে যে তাণ্ডব নেমেছে তার সাথে কী সম্পর্ক রয়েছে ঝিমলির? কসমিক-হরর অ্যাডভেঞ্চার ধারার মাত্রা-জাতক এক রুদ্ধ নগরের কথা বলে, যে নগরের সম্ভাবনা পাঠকেরা উড়িয়ে দিতে পারবেন না।