সাফকাত আলী মানুষটা যথেষ্ট বিচিত্র-সত্যি কথা বলতে কী, তাকে একটা আজব মানুষই বলা যায়। আজব মানুষ নিয়ে আমার খুবই কৌতূহল। চারপাশে সব মানুষ এতই গৎবাঁধা সাধারণ মানুষ হয় যে, তাদেরকে দেখে কিংবা তাদের সাথে কথা বলে কোনো আনন্দ নাই। সেইজন্য সাফকাত আলীকে আমার এত পছন্দ হয়েছে। পছন্দের ব্যাপারটা খুবই মজার, একজন যদি আরেকজনকে পছন্দ করে, তাহলে তাকে মুখে সেটা না বললেও সে কীভাবে জানি বুঝে যায়। তখন সেও তাকে পছন্দ করে। মনে হয় সেজন্যই সাফকাত আলী আমাকে পছন্দ করেছে। শুধু যে পছন্দ করেছে তা নয়-রীতিমত তার বাসায় আমাকে খেতে ডেকেছে, তার কথা শুনে অনুমান করছি সে নিজেই রান্না করে খাওয়াবে।
সাফকাত আলী মানুষটা যথেষ্ট বিচিত্র-সত্যি কথা বলতে কী, তাকে একটা আজব মানুষই বলা যায়। আজব মানুষ নিয়ে আমার খুবই কৌতূহল। চারপাশে সব মানুষ এতই গৎবাঁধা সাধারণ মানুষ হয় যে, তাদেরকে দেখে কিংবা তাদের সাথে কথা বলে কোনো আনন্দ নাই। সেইজন্য সাফকাত আলীকে আমার এত পছন্দ হয়েছে। পছন্দের ব্যাপারটা খুবই মজার, একজন যদি আরেকজনকে পছন্দ করে, তাহলে তাকে মুখে সেটা না বললেও সে কীভাবে জানি বুঝে যায়। তখন সেও তাকে পছন্দ করে। মনে হয় সেজন্যই সাফকাত আলী আমাকে পছন্দ করেছে। শুধু যে পছন্দ করেছে তা নয়-রীতিমত তার বাসায় আমাকে খেতে ডেকেছে, তার কথা শুনে অনুমান করছি সে নিজেই রান্না করে খাওয়াবে।