দেশের অন্যতম শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী মহিব খান নিজ বাসভবনে স্ত্রী ও ছোট ছেলে-সহ হলেন নির্মম হত্যাকাণ্ডের শিকার। স¤পত্তির ভাগ নিতে হাজির তার সন্তানেরা; কিন্তু সে তো হবার নয়। মৃত্যুর আগে অদ্ভুত উইল করেছেন মহিব খান। গার্মেন্টসের শ্রমিকেরাই ভোট দিয়ে নির্বাচিত করবে নতুন মালিক। ভোট সুষ্ঠু হচ্ছে কী না, তা যাচাই করবে গার্মেন্টসের ক্রেতাপক্ষ। থমথমে অবস্থা। ভাই-বোনদের মাঝে ক্ষমতা দখলের লড়াই শুরু। ভোটের আগেরদিন রাতে চুরি হলো ব্যালটপেপার। জালভোট নিয়ে জয়ী হতে চায় কোনো এক পক্ষ। কিন্তু সেখান থেকেও গায়েব হয়ে গেল ব্যালট। দিশা না পেয়ে রাতের অন্ধকারে ডাকা হলো ‘ওস্তাদ’ নামের এক কুখ্যাত চরিত্রকে। রাতের মধ্যে ব্যালট উদ্ধার না হলে যে বিপদ! সব সম্পত্তি চলে যাবে কর্মিদের দখলে।
দেশের অন্যতম শিল্পপতি, গার্মেন্টস ব্যবসায়ী মহিব খান নিজ বাসভবনে স্ত্রী ও ছোট ছেলে-সহ হলেন নির্মম হত্যাকাণ্ডের শিকার। স¤পত্তির ভাগ নিতে হাজির তার সন্তানেরা; কিন্তু সে তো হবার নয়। মৃত্যুর আগে অদ্ভুত উইল করেছেন মহিব খান। গার্মেন্টসের শ্রমিকেরাই ভোট দিয়ে নির্বাচিত করবে নতুন মালিক। ভোট সুষ্ঠু হচ্ছে কী না, তা যাচাই করবে গার্মেন্টসের ক্রেতাপক্ষ। থমথমে অবস্থা। ভাই-বোনদের মাঝে ক্ষমতা দখলের লড়াই শুরু। ভোটের আগেরদিন রাতে চুরি হলো ব্যালটপেপার। জালভোট নিয়ে জয়ী হতে চায় কোনো এক পক্ষ। কিন্তু সেখান থেকেও গায়েব হয়ে গেল ব্যালট। দিশা না পেয়ে রাতের অন্ধকারে ডাকা হলো ‘ওস্তাদ’ নামের এক কুখ্যাত চরিত্রকে। রাতের মধ্যে ব্যালট উদ্ধার না হলে যে বিপদ! সব সম্পত্তি চলে যাবে কর্মিদের দখলে।