মন্টানার সাবেক মার্শাল জো মিলার্ডের ক্যাম্পে হঠাৎ হাজির এক আহত তরুণ। কারা যেন হত্যা করতে চায় তাকে। যুবককে ঘাতকের কবল থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়ে মিলার্ড ক্যালিক্সটোর উদ্দেশে যাত্রা করল তার বাবাকে খবর দিতে । কিন্তু সেখানে জড়িয়ে গেলো মহাঝামেলায়। রেঞ্জ-ফিউডের চক্রান্ত চলছে। কেউ নেপথ্যে কলকাঠি নাড়ছে, উস্কে দিচ্ছে বৈরিতা। রহস্য উদ্ঘাটন না করে নড়বে না, শপথ নিল মিলার্ড। কিন্তু খুনের দায়ে উল্টো ওকেই ফাঁসিয়ে দিলো ধূর্ত প্রতিপক্ষ।
মন্টানার সাবেক মার্শাল জো মিলার্ডের ক্যাম্পে হঠাৎ হাজির এক আহত তরুণ। কারা যেন হত্যা করতে চায় তাকে। যুবককে ঘাতকের কবল থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়ে মিলার্ড ক্যালিক্সটোর উদ্দেশে যাত্রা করল তার বাবাকে খবর দিতে । কিন্তু সেখানে জড়িয়ে গেলো মহাঝামেলায়। রেঞ্জ-ফিউডের চক্রান্ত চলছে। কেউ নেপথ্যে কলকাঠি নাড়ছে, উস্কে দিচ্ছে বৈরিতা। রহস্য উদ্ঘাটন না করে নড়বে না, শপথ নিল মিলার্ড। কিন্তু খুনের দায়ে উল্টো ওকেই ফাঁসিয়ে দিলো ধূর্ত প্রতিপক্ষ।