এ কাহিনী রক বেননের তরুণ বয়সের। মাত্র আউট-ল ঘোষিত হয়েছে বেনন। ধর্মপ্রাণ এক নির্মল মনের সরল র্যাবাইয়ের সঙ্গে ক্যালিফোর্নিয়ার ট্রেইলে দেখা হলো ওর। সানফ্রান্সিসকো যাচ্ছে র্যাবাই। বেনন বন্ধুত্বে জড়িয়ে গেল তার সঙ্গে। দু'জনে চলল দুর্গম ট্রেইল ধরে অসাধ্য সাধন করতে। পথে পাসি ধাওয়া করল ওদের। বরফ-ঝড়ে পড়ল ওরা। মরুভূমিতে শুরু হলো বালি-ঝড়ের তান্ডব। এতেই শেষ হলো না ভোগান্তি, তারপর ধরা পড়ে গেল ওরা ভয়ঙ্কর ইন্ডিয়ানদের হাতে। আগুনে ওদের ঝলসানোর জন্য কাঠকুটো জড় করা হয়েছে। এদিকে গোপনে ওদের ওপর নজর রাখছে তিনজন সাদা মানুষ। বাগে পেলেই মেরে ফেলবে। কি হবে এখন ?
এ কাহিনী রক বেননের তরুণ বয়সের। মাত্র আউট-ল ঘোষিত হয়েছে বেনন। ধর্মপ্রাণ এক নির্মল মনের সরল র্যাবাইয়ের সঙ্গে ক্যালিফোর্নিয়ার ট্রেইলে দেখা হলো ওর। সানফ্রান্সিসকো যাচ্ছে র্যাবাই। বেনন বন্ধুত্বে জড়িয়ে গেল তার সঙ্গে। দু'জনে চলল দুর্গম ট্রেইল ধরে অসাধ্য সাধন করতে। পথে পাসি ধাওয়া করল ওদের। বরফ-ঝড়ে পড়ল ওরা। মরুভূমিতে শুরু হলো বালি-ঝড়ের তান্ডব। এতেই শেষ হলো না ভোগান্তি, তারপর ধরা পড়ে গেল ওরা ভয়ঙ্কর ইন্ডিয়ানদের হাতে। আগুনে ওদের ঝলসানোর জন্য কাঠকুটো জড় করা হয়েছে। এদিকে গোপনে ওদের ওপর নজর রাখছে তিনজন সাদা মানুষ। বাগে পেলেই মেরে ফেলবে। কি হবে এখন ?