বন্ধুর জন্য টাকা সংগ্রহে নামল রক বেনন। ওর সঙ্গে জড়িয়ে গেল স্যাম পেদ্রো নামের এক আউট-ল। বারবার ফাঁসিতে ঝুলছে পেদ্রো, কিন্তু মরছে না। শেষপর্যন্ত গুপ্তধনের সন্ধান পেল ওরা, গৃহযুদ্ধের ডামাডোলের মাঝ দিয়ে এগিয়ে চলল উদ্ধার করতে। এদিকে খবর পেয়ে গেছে পশ্চিমের ত্রাস, দুর্ধর্ষ পিস্তলবাজ খুনী থিয়োডর। সে-ও লেগেছে পিছনে।শেষপর্যন্ত নির্জন এক কবরস্থানে বেননের মুখোমুখি হলো থিয়োডর। বলল, 'বেনন, তুমি একশো ছেষট্টি নম্বর।'ড্র করল ওরা।
বন্ধুর জন্য টাকা সংগ্রহে নামল রক বেনন। ওর সঙ্গে জড়িয়ে গেল স্যাম পেদ্রো নামের এক আউট-ল। বারবার ফাঁসিতে ঝুলছে পেদ্রো, কিন্তু মরছে না। শেষপর্যন্ত গুপ্তধনের সন্ধান পেল ওরা, গৃহযুদ্ধের ডামাডোলের মাঝ দিয়ে এগিয়ে চলল উদ্ধার করতে। এদিকে খবর পেয়ে গেছে পশ্চিমের ত্রাস, দুর্ধর্ষ পিস্তলবাজ খুনী থিয়োডর। সে-ও লেগেছে পিছনে।শেষপর্যন্ত নির্জন এক কবরস্থানে বেননের মুখোমুখি হলো থিয়োডর। বলল, 'বেনন, তুমি একশো ছেষট্টি নম্বর।'ড্র করল ওরা।