প্রাক্তন আউট-ল রক বেনন। ফেডারেল মার্শাল রিচার্ড হাডসন ব্যক্তিগত একটা কাজে জড়িয়ে নিল তাকে। মার্শালের একটা জিনিস ল্যাটিগো বেসিনে পৌঁছে দিতে বন্ধুকে নিয়ে ছুটল বেনন। তার আসল উদ্দেশ্য দুর্বৃত্ত ডাকোটা জোন্সকে সাহায্য করা। ঋণ শোধ করা। এক লাখ ডলার নিয়ে শুরু হলো বাঘে-মহিষে লড়াই। ট্রেন থামাচ্ছে কারা? রাসলিঙ করছে কে? জেল ভেঙে বেরিয়ে এসেছে কে? এসব কি হচ্ছে, র্যাঞ্জ খুইয়ে পথে বসবে ল্যাটিগোর র্যাঞ্জাররা? বেনন হয়তো কিছু করতে পারত, কিন্তু সে তো তাড়া খেয়ে এখন হাজার ফুট উঁচুতে আকাশে ভাসছে। কে বাঁচাবে র্যাঞ্জার-ব্যাঙ্কার নরম্যান ফক্সকে? এগিয়ে আসছে লিঞ্চিঙ মব।
প্রাক্তন আউট-ল রক বেনন। ফেডারেল মার্শাল রিচার্ড হাডসন ব্যক্তিগত একটা কাজে জড়িয়ে নিল তাকে। মার্শালের একটা জিনিস ল্যাটিগো বেসিনে পৌঁছে দিতে বন্ধুকে নিয়ে ছুটল বেনন। তার আসল উদ্দেশ্য দুর্বৃত্ত ডাকোটা জোন্সকে সাহায্য করা। ঋণ শোধ করা। এক লাখ ডলার নিয়ে শুরু হলো বাঘে-মহিষে লড়াই। ট্রেন থামাচ্ছে কারা? রাসলিঙ করছে কে? জেল ভেঙে বেরিয়ে এসেছে কে? এসব কি হচ্ছে, র্যাঞ্জ খুইয়ে পথে বসবে ল্যাটিগোর র্যাঞ্জাররা? বেনন হয়তো কিছু করতে পারত, কিন্তু সে তো তাড়া খেয়ে এখন হাজার ফুট উঁচুতে আকাশে ভাসছে। কে বাঁচাবে র্যাঞ্জার-ব্যাঙ্কার নরম্যান ফক্সকে? এগিয়ে আসছে লিঞ্চিঙ মব।