সুনীল বাবু এইবার কাকাবাবু আর তার দল মানে সন্তু আর জোজোকে এনে ফেলেছে এমন এক রহস্যময় দ্বীপের রহস্য উদঘাটনে যে দ্বীপে কোন জনবসতি নেই। বহুকাল আগে রবার্ট নামের এক সাহেব এই দ্বীপে থাকতে এসে ঘর বানায়। তার মৃত্যুর পড়ে এই দ্বীপে কেউ থাকে না কারণ সবাই ভাবে রাতের বেলায় এই দ্বীপে রহস্যময় মশালের আলো জ্বলতে দেখা যায়। রবার্টের নামেই দ্বীপ এর নাম রাবার আয়ল্যান্ড।
কাকাবাবু সিরিজের গল্পগুলো বস্তুতই ঘরে বসে কোন নতুন জায়গায় যাওয়ার স্বাদ নেওয়ার প্রয়াসই বটে। সুনীল বাবু কাকাবাবুকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীময় এজন্যে কাকাবাবু গল্প পড়তে আজো ভালো লাগে।
সুনীল বাবু এইবার কাকাবাবু আর তার দল মানে সন্তু আর জোজোকে এনে ফেলেছে এমন এক রহস্যময় দ্বীপের রহস্য উদঘাটনে যে দ্বীপে কোন জনবসতি নেই। বহুকাল আগে রবার্ট নামের এক সাহেব এই দ্বীপে থাকতে এসে ঘর বানায়। তার মৃত্যুর পড়ে এই দ্বীপে কেউ থাকে না কারণ সবাই ভাবে রাতের বেলায় এই দ্বীপে রহস্যময় মশালের আলো জ্বলতে দেখা যায়। রবার্টের নামেই দ্বীপ এর নাম রাবার আয়ল্যান্ড।
কাকাবাবু সিরিজের গল্পগুলো বস্তুতই ঘরে বসে কোন নতুন জায়গায় যাওয়ার স্বাদ নেওয়ার প্রয়াসই বটে। সুনীল বাবু কাকাবাবুকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীময় এজন্যে কাকাবাবু গল্প পড়তে আজো ভালো লাগে।