সুন্দরবনের পাশেই ছোটখাট গ্রাম কেটেরহাটে থাকেন সদাশিববাবু। একসময়ে দুর্দান্ত স্পোর্টসম্যান আর শিকারী ছিলেন। বিশাল পুরোনো বাড়ি্টায় তিনি একাই থাকেন। একমাত্র ছেলে আর নাতিনাতনিরা থাকে কলকাতায়, তবে তারা প্রতি সপ্তায় শনি-রবিবার এসে দাদুর কাছে থেকে যায়। বড় ঝিলের ধারে সদাশিববাবুর একটা বাড়ি আছে, একেবারেই পুরোনো আর বসবাসের অনুপযুক্ত। বাড়ি আর ঝিলটাকে ঘিরে অনেক কিংবদন্তী চালু আছে, তবে সদাশিববাবু সেসবে বিশ্বাসী নন। শীতের এক সকালে তিনজন যুবক নিজেদের সায়েন্টিস্ট পরিচয় দিয়ে গবেষণার জন্য বাড়িটা ভাড়া নিতে চায়। বিভিন্ন কথাবার্তার পর সদাশিববাবু রাজি হন, কিন্তু তারা চলে গেলে তাঁর মনটা খচখচ করে ওঠে। কাজটা কি ঠিক হলো?
সুন্দরবনের পাশেই ছোটখাট গ্রাম কেটেরহাটে থাকেন সদাশিববাবু। একসময়ে দুর্দান্ত স্পোর্টসম্যান আর শিকারী ছিলেন। বিশাল পুরোনো বাড়ি্টায় তিনি একাই থাকেন। একমাত্র ছেলে আর নাতিনাতনিরা থাকে কলকাতায়, তবে তারা প্রতি সপ্তায় শনি-রবিবার এসে দাদুর কাছে থেকে যায়। বড় ঝিলের ধারে সদাশিববাবুর একটা বাড়ি আছে, একেবারেই পুরোনো আর বসবাসের অনুপযুক্ত। বাড়ি আর ঝিলটাকে ঘিরে অনেক কিংবদন্তী চালু আছে, তবে সদাশিববাবু সেসবে বিশ্বাসী নন। শীতের এক সকালে তিনজন যুবক নিজেদের সায়েন্টিস্ট পরিচয় দিয়ে গবেষণার জন্য বাড়িটা ভাড়া নিতে চায়। বিভিন্ন কথাবার্তার পর সদাশিববাবু রাজি হন, কিন্তু তারা চলে গেলে তাঁর মনটা খচখচ করে ওঠে। কাজটা কি ঠিক হলো?