এ কাহিনির কথকের কোনো নাম নেই। যে-জীবনপ্রবাহের ভিতরে সে ঢুকে পড়েছে, তা কি কোনো স্বপ্ন? না, তার চলার পথে ছড়িয়ে-থাকা বৃত্তান্তগুলিকেই অন্য কেউ স্বপ্নে দেখছে? যেন এক আয়নামহলের ভিতরে দৃশ্যের পর দৃশ্য বদলে যাচ্ছে। বৃত্তাকার এই কাহিনির যেখানো শুরু, সেখানেই এসে শেষও তার... যখন অনেক হাওয়া..হাওয়া.. গল্পগুলো ঝররা-পাতার মতো উড়তে থাকে...
এ কাহিনির কথকের কোনো নাম নেই। যে-জীবনপ্রবাহের ভিতরে সে ঢুকে পড়েছে, তা কি কোনো স্বপ্ন? না, তার চলার পথে ছড়িয়ে-থাকা বৃত্তান্তগুলিকেই অন্য কেউ স্বপ্নে দেখছে? যেন এক আয়নামহলের ভিতরে দৃশ্যের পর দৃশ্য বদলে যাচ্ছে। বৃত্তাকার এই কাহিনির যেখানো শুরু, সেখানেই এসে শেষও তার... যখন অনেক হাওয়া..হাওয়া.. গল্পগুলো ঝররা-পাতার মতো উড়তে থাকে...