ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রাম নয়। এইসব গল্পে গ্রাম রয়েছে তার রূপ-রস-গন্ধ নিয়ে। নদী, মাঠ, ধানখেত, জ্যোৎস্না ও রোদ্দুর নিয়ে। তার অস্থিমজ্জা নিয়ে। ক্রমশ বদলে যাওয়া গ্রামীণ সমাজ, রাজনীতি, ধর্ম ও সংস্কারের ভিতরে হাঁসফাঁস করতে থাকা গ্রামের মানুষের জীবন আড়ালের বাইরে এসে কথা বলে এইসব কাহিনিতে। বলে এই দেশেরই আরও অনেক গ্রামের গল্প, নগর যাদের সরিয়ে রেখেছে দেখতে চায় না বলে। এই সময়ের পৃথিবীর সঙ্গে তার যোগ এক অদৃশ্য অথচ অনিবার্য সুতোয়। সেই ওঠাপড়াও দেখিয়ে দিয়ে তা হয়ে ওঠে ব্যাপ্ত জীবনের গল্প।
ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রাম নয়। এইসব গল্পে গ্রাম রয়েছে তার রূপ-রস-গন্ধ নিয়ে। নদী, মাঠ, ধানখেত, জ্যোৎস্না ও রোদ্দুর নিয়ে। তার অস্থিমজ্জা নিয়ে। ক্রমশ বদলে যাওয়া গ্রামীণ সমাজ, রাজনীতি, ধর্ম ও সংস্কারের ভিতরে হাঁসফাঁস করতে থাকা গ্রামের মানুষের জীবন আড়ালের বাইরে এসে কথা বলে এইসব কাহিনিতে। বলে এই দেশেরই আরও অনেক গ্রামের গল্প, নগর যাদের সরিয়ে রেখেছে দেখতে চায় না বলে। এই সময়ের পৃথিবীর সঙ্গে তার যোগ এক অদৃশ্য অথচ অনিবার্য সুতোয়। সেই ওঠাপড়াও দেখিয়ে দিয়ে তা হয়ে ওঠে ব্যাপ্ত জীবনের গল্প।