কাজ খুঁজতে মার্ফায় যাচ্ছিল ভবঘুরে দুই বন্ধু - স্যাম আর জেক। পথে দেখল, অপরূপ এক তরুণীর সম্ভ্রম হানির মতলবে আছে বিশালকায় এক বদমাশ। গোলাগুলির পর পালাল লোকটা... এর পরপরই কারও চক্রান্তে জড়িয়ে গেল ওরা, খুনের অভিযোগে গ্রেফতার হলো স্যাম। ঘটতে শুরু করল নাটকীয় সব ঘটনা। স্যামকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এদিকে জেকের পিছনেও লেগে আছে নির্মম, বেপরোয়া, ধূর্ত আততায়ী। হাতে সময় নেই, রাত হলেই হামলা হবে জেলহাউসে, ছিনিয়ে নিয়ে খুন করা হবে অসহায় স্যামকে। কী করতে পারবে একা জেক?
কাজ খুঁজতে মার্ফায় যাচ্ছিল ভবঘুরে দুই বন্ধু - স্যাম আর জেক। পথে দেখল, অপরূপ এক তরুণীর সম্ভ্রম হানির মতলবে আছে বিশালকায় এক বদমাশ। গোলাগুলির পর পালাল লোকটা... এর পরপরই কারও চক্রান্তে জড়িয়ে গেল ওরা, খুনের অভিযোগে গ্রেফতার হলো স্যাম। ঘটতে শুরু করল নাটকীয় সব ঘটনা। স্যামকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এদিকে জেকের পিছনেও লেগে আছে নির্মম, বেপরোয়া, ধূর্ত আততায়ী। হাতে সময় নেই, রাত হলেই হামলা হবে জেলহাউসে, ছিনিয়ে নিয়ে খুন করা হবে অসহায় স্যামকে। কী করতে পারবে একা জেক?