জেমস গ্রীন নাম নিয়ে এরফান জেসাপ এসেছে হোপ শহরে। কিন্তু এসেই ঝামেলায় জড়িয়ে গেল ঐ এলাকার সবথেকে বড় র্যাঞ্জার এবং যার কথা শহরের আইন, সেই ব্ল্যাক বার্টের সাথে। এসেছে লেজি এম র্যাঞ্জের ফোরম্যান হিসেবে, কিন্তু আরও কিছু গোপন মিশনও আছে এরফানের। বুঝতে পারছে না একা কিভাবে সামলাবে। শহরে তার দুজন বন্ধু জুটেছে বটে এবং পরে ইয়র্কও এসেছে, কিন্তু বার্টের চক্রান্তে ওর লোকজন ওকে ধরে ফাঁসি দিতে নিয়ে গেল।
জেমস গ্রীন নাম নিয়ে এরফান জেসাপ এসেছে হোপ শহরে। কিন্তু এসেই ঝামেলায় জড়িয়ে গেল ঐ এলাকার সবথেকে বড় র্যাঞ্জার এবং যার কথা শহরের আইন, সেই ব্ল্যাক বার্টের সাথে। এসেছে লেজি এম র্যাঞ্জের ফোরম্যান হিসেবে, কিন্তু আরও কিছু গোপন মিশনও আছে এরফানের। বুঝতে পারছে না একা কিভাবে সামলাবে। শহরে তার দুজন বন্ধু জুটেছে বটে এবং পরে ইয়র্কও এসেছে, কিন্তু বার্টের চক্রান্তে ওর লোকজন ওকে ধরে ফাঁসি দিতে নিয়ে গেল।