অতিপ্রাকৃত ১ম খণ্ড’ কোনো গল্পের বই নয়। এই বই মূলত বাংলার অলিগলিতে হেঁটে বেড়ানো পৌরাণিক সত্তাদের নিয়ে তৈরি একটি ভিজ্যুয়াল এনসাইক্লোপিডিয়া।
সময়ের ইতিহাস বলে, বাংলার মুখে মুখে ঘুরে বেড়ানো গল্পের দলকে বহুভাবে বহুজন লিপিবদ্ধ করে গেছেন। আর সেই মৌখিক গল্প-কাহিনির রেখে যাওয়া সূত্র ধরেই বাঙালি ও আদিবাসী চিত্রশিল্পীদের আঁকা ১০০টিরও বেশি চিত্রকর্মে ভরপুর এই বইটিতে রয়েছে পুঁথি সাহিত্য, হিন্দু পুরাণ এবং সাতটি স্বতন্ত্র আদিবাসী সংস্কৃতির লোককথার বিভিন্ন চরিত্রের কথা।
এখানে থাকে সাঁওতালি ঘোরমুহা, মণিপুরী লম্বা হাতওলা পেত্নী কিংবা পাশের বাড়ির শ্যাওড়া গাছের শাঁকচুন্নি। চাইকি দেখা মিলে যাবে বিপদজনক সব ভূত-প্রেত, জ্বীন-পরীরও। তবে ভয় নেই, বইয়ের ভেতর থেকে কেউই ঘাড় মটকে দেবে না আপনার।
ছবি ও বর্ণনায় ভরপুর আমেজের এই বইতে হারিয়ে যেতে আপনি প্রস্তুত তো?
অতিপ্রাকৃত ১ম খণ্ড’ কোনো গল্পের বই নয়। এই বই মূলত বাংলার অলিগলিতে হেঁটে বেড়ানো পৌরাণিক সত্তাদের নিয়ে তৈরি একটি ভিজ্যুয়াল এনসাইক্লোপিডিয়া।
সময়ের ইতিহাস বলে, বাংলার মুখে মুখে ঘুরে বেড়ানো গল্পের দলকে বহুভাবে বহুজন লিপিবদ্ধ করে গেছেন। আর সেই মৌখিক গল্প-কাহিনির রেখে যাওয়া সূত্র ধরেই বাঙালি ও আদিবাসী চিত্রশিল্পীদের আঁকা ১০০টিরও বেশি চিত্রকর্মে ভরপুর এই বইটিতে রয়েছে পুঁথি সাহিত্য, হিন্দু পুরাণ এবং সাতটি স্বতন্ত্র আদিবাসী সংস্কৃতির লোককথার বিভিন্ন চরিত্রের কথা।
এখানে থাকে সাঁওতালি ঘোরমুহা, মণিপুরী লম্বা হাতওলা পেত্নী কিংবা পাশের বাড়ির শ্যাওড়া গাছের শাঁকচুন্নি। চাইকি দেখা মিলে যাবে বিপদজনক সব ভূত-প্রেত, জ্বীন-পরীরও। তবে ভয় নেই, বইয়ের ভেতর থেকে কেউই ঘাড় মটকে দেবে না আপনার।
ছবি ও বর্ণনায় ভরপুর আমেজের এই বইতে হারিয়ে যেতে আপনি প্রস্তুত তো?