পত্রিকায় প্রকাশিত সাধারণ একটা ধাঁধার সমাধান রুদ্র আর তূর্যকে হাজির করলো ইতিহাসের এক বন্ধ দরজার সামনে। ইতিহাসের সে বিস্মৃত দরজা তাদের সামনে উন্মুক্ত করলো এক দুর্ভাগা যুবরাজের রক্তাক্ত যাত্রাপথ। শ্বাপদসংকুল এই যাত্রাপথে চলতে গিয়ে তারা মুখোমুখি হলো রক্তপিপাসু প্রতিশোধকামী এক বিভীষণের, মুখোমুখি হলো লোকমুখে প্রচলিত রূপকথার এক পিশাচের । শেষ পর্যন্ত তাদের নিয়তির নাটাই-সুতো কি চলে গেলো সেই বিভীষণের নিয়ন্ত্রণে? নাকি সবকিছুই আসলে পর্দার অন্তরালের কোন এক স্থপতির দক্ষ হাতের সুনিপুণ কারুকাজ? এসব প্রশ্নের উত্তর পেতে হলে ডুব দিতে হবে রুদ্র আর তূর্য'র জগতে। নি:সন্দেহে 'বিভীষণ' আপনাকে চমকে দেবে।
পত্রিকায় প্রকাশিত সাধারণ একটা ধাঁধার সমাধান রুদ্র আর তূর্যকে হাজির করলো ইতিহাসের এক বন্ধ দরজার সামনে। ইতিহাসের সে বিস্মৃত দরজা তাদের সামনে উন্মুক্ত করলো এক দুর্ভাগা যুবরাজের রক্তাক্ত যাত্রাপথ। শ্বাপদসংকুল এই যাত্রাপথে চলতে গিয়ে তারা মুখোমুখি হলো রক্তপিপাসু প্রতিশোধকামী এক বিভীষণের, মুখোমুখি হলো লোকমুখে প্রচলিত রূপকথার এক পিশাচের । শেষ পর্যন্ত তাদের নিয়তির নাটাই-সুতো কি চলে গেলো সেই বিভীষণের নিয়ন্ত্রণে? নাকি সবকিছুই আসলে পর্দার অন্তরালের কোন এক স্থপতির দক্ষ হাতের সুনিপুণ কারুকাজ? এসব প্রশ্নের উত্তর পেতে হলে ডুব দিতে হবে রুদ্র আর তূর্য'র জগতে। নি:সন্দেহে 'বিভীষণ' আপনাকে চমকে দেবে।