রেশমের গুটির ভিতরেই পূর্ণতা পায় রেশমকীট। তার পর সে গুটি কেটে উড়ে যায় আকাশে। কখনও কখনও মানুষেরও প্রয়োজন হয় সেই খোলা আকাশের। কিন্তু সহজ নয় তার উড়ান। নানা চরিত্র, নানা মুখ, নানা আবর্তে তৈরি হয় বহু পিছুটান। গোপন স্রোত পায়ের নীচ থেকে সরিয়ে নেয় বালি। কোল পেতে দু'হাত বাড়িয়ে দেয় চিরচেনা পরিসর। ছেড়ে যাওয়া কি এতই সহজ! অনন্তবিষ্ণু নামের এক যুবক এ আখ্যানের রেশমকীট। তার পারিপার্শ্বিক ঘটনাবৃত্ত থেকে নীরবে নিজেকে সরিয়ে নেওয়ার জন্যই গুটি কেটে বেরিয়েছে সে। কত দূর যাবে সে? দেখার জন্যই সঙ্গ নিতে হবে তার।
রেশমের গুটির ভিতরেই পূর্ণতা পায় রেশমকীট। তার পর সে গুটি কেটে উড়ে যায় আকাশে। কখনও কখনও মানুষেরও প্রয়োজন হয় সেই খোলা আকাশের। কিন্তু সহজ নয় তার উড়ান। নানা চরিত্র, নানা মুখ, নানা আবর্তে তৈরি হয় বহু পিছুটান। গোপন স্রোত পায়ের নীচ থেকে সরিয়ে নেয় বালি। কোল পেতে দু'হাত বাড়িয়ে দেয় চিরচেনা পরিসর। ছেড়ে যাওয়া কি এতই সহজ! অনন্তবিষ্ণু নামের এক যুবক এ আখ্যানের রেশমকীট। তার পারিপার্শ্বিক ঘটনাবৃত্ত থেকে নীরবে নিজেকে সরিয়ে নেওয়ার জন্যই গুটি কেটে বেরিয়েছে সে। কত দূর যাবে সে? দেখার জন্যই সঙ্গ নিতে হবে তার।