মিলিটারি থেকে অল্পবয়সে রিটায়ার করে সুবুদ্ধি রায় ভাবলো, এবার নির্জনে কোথাও আস্তানা গেড়ে ছোটমতো একটু দোকান করবে। নন্দপুরের খোঁজ মিলিটারিরই একটা লোক দিয়েছিল। জায়গাটা খারাপও লাগেনি সুবুদ্ধির। আধা শহর, আধা গ্রাম। সঙ্গী হলো ভাগ্নে কার্তিক, সে মামার সঙ্গে থাকবে আর নন্দপুরের স্কুলে পড়ালেখা করবে। পুরোনো একটা বাড়িও কিনে ফেললো সুবুদ্ধি, কিছুটা সারিয়ে নিয়ে থাকা যাবে। কিন্তু বাড়িটায় ওঠার পর একটার পর একটা ঘটনার প্রেক্ষিতে সুবুদ্ধি আর কার্তিকের মনে হতে লাগলো, বাড়িটা কেনা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি।
মিলিটারি থেকে অল্পবয়সে রিটায়ার করে সুবুদ্ধি রায় ভাবলো, এবার নির্জনে কোথাও আস্তানা গেড়ে ছোটমতো একটু দোকান করবে। নন্দপুরের খোঁজ মিলিটারিরই একটা লোক দিয়েছিল। জায়গাটা খারাপও লাগেনি সুবুদ্ধির। আধা শহর, আধা গ্রাম। সঙ্গী হলো ভাগ্নে কার্তিক, সে মামার সঙ্গে থাকবে আর নন্দপুরের স্কুলে পড়ালেখা করবে। পুরোনো একটা বাড়িও কিনে ফেললো সুবুদ্ধি, কিছুটা সারিয়ে নিয়ে থাকা যাবে। কিন্তু বাড়িটায় ওঠার পর একটার পর একটা ঘটনার প্রেক্ষিতে সুবুদ্ধি আর কার্তিকের মনে হতে লাগলো, বাড়িটা কেনা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি।