কোঁকড়ানো চুলের লম্বা ছেলেটা ঠিকমতো ক্লাস করে না, সারাবেলা মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ায়। এক [বিকেলে] চায়ের দোকানে তার সাথে আড্ডায় যোগ দেয় তার বান্ধবী নিরালা। গল্প করতে করতে ছেলেটা হঠাৎ তার জীবন নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। করতে থাকে অদ্ভুত আচরণ। তার জীবনটা যেন এক রহস্যের সুতায় গিট বেঁধে আছে। দীর্ঘদিন যাবৎ নিরালা এসব রহস্যঘেরা কথা জানার চেষ্টা করার পর অবশেষে এই রহস্যগুলো শুনতে ছেলেটার সাথে সাথে সে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যায় ছেলেটি যেন পেয়ে যায় তার জীবনের পুরোনো এক বন্ধু। তারা কেন আবার দেখা করছে? নিরালাই বা কী গোপন করছে? যে-কথাগুলো এতদিন অব্দি নিরালাকে সে বলেনি, আজই বা হঠাৎ বলছে কেন? জলরং আর তুলিতে সকল রহস্যের পটভূমি তৈরি করেছে অভ্রদীপ দাসের গ্রাফিক নভেল ‘চতুর্মূর্তপ্রেত’।
কোঁকড়ানো চুলের লম্বা ছেলেটা ঠিকমতো ক্লাস করে না, সারাবেলা মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ায়। এক [বিকেলে] চায়ের দোকানে তার সাথে আড্ডায় যোগ দেয় তার বান্ধবী নিরালা। গল্প করতে করতে ছেলেটা হঠাৎ তার জীবন নিয়ে কথাবার্তা বলতে শুরু করে। করতে থাকে অদ্ভুত আচরণ। তার জীবনটা যেন এক রহস্যের সুতায় গিট বেঁধে আছে। দীর্ঘদিন যাবৎ নিরালা এসব রহস্যঘেরা কথা জানার চেষ্টা করার পর অবশেষে এই রহস্যগুলো শুনতে ছেলেটার সাথে সাথে সে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যায় ছেলেটি যেন পেয়ে যায় তার জীবনের পুরোনো এক বন্ধু। তারা কেন আবার দেখা করছে? নিরালাই বা কী গোপন করছে? যে-কথাগুলো এতদিন অব্দি নিরালাকে সে বলেনি, আজই বা হঠাৎ বলছে কেন? জলরং আর তুলিতে সকল রহস্যের পটভূমি তৈরি করেছে অভ্রদীপ দাসের গ্রাফিক নভেল ‘চতুর্মূর্তপ্রেত’।