টেকনাফের সাবরাং থানার ওসি হারুনের আজ ৫০তম জন্মদিন। সে ভেবেছিল পঞ্চাশে কিছু পাল্টাবে, কিন্তু এই 'পাল্টানো'টা অনুভব করতে পারলো না। এটা ভাবতে ভাবতেই এই দিনে তার জীবন অন্যদিকে মোড় নিয়ে নেয়। কখনো কারো পারিবারিক দ্বন্দ্ব মেটানো, কখনো কিছু ইলিশ মাছ জোগাড় করা এমনকি কখনো একজনের বাড়ি থেকে সাপ তাড়ানো, এই সব ঠুনকো পারিবারিক ব্যাপারের মধ্যে ঘনীভূত হতে থাকে বিপদ। নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাওয়া ক্লান্ত পুলিস অফিসারের জন্মদিনের দিনটা রক্তে লাল করে দিতে এগিয়ে আসছে কারা? স্বাগতম আপনাকে টেকনাফের এই বালুঘেরা মফস্বলে , এই নিও-ওয়েস্টার্নে এই রক্তাক্ত বালুচরে!
টেকনাফের সাবরাং থানার ওসি হারুনের আজ ৫০তম জন্মদিন। সে ভেবেছিল পঞ্চাশে কিছু পাল্টাবে, কিন্তু এই 'পাল্টানো'টা অনুভব করতে পারলো না। এটা ভাবতে ভাবতেই এই দিনে তার জীবন অন্যদিকে মোড় নিয়ে নেয়। কখনো কারো পারিবারিক দ্বন্দ্ব মেটানো, কখনো কিছু ইলিশ মাছ জোগাড় করা এমনকি কখনো একজনের বাড়ি থেকে সাপ তাড়ানো, এই সব ঠুনকো পারিবারিক ব্যাপারের মধ্যে ঘনীভূত হতে থাকে বিপদ। নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাওয়া ক্লান্ত পুলিস অফিসারের জন্মদিনের দিনটা রক্তে লাল করে দিতে এগিয়ে আসছে কারা? স্বাগতম আপনাকে টেকনাফের এই বালুঘেরা মফস্বলে , এই নিও-ওয়েস্টার্নে এই রক্তাক্ত বালুচরে!