বৃষ্টির তির এসে দুজনকে খুব করে ভিজিয়ে দিয়ে গেল। বলতে গিয়ে কথা খুঁজে না পেয়ে জামাল থামল। কিন্তু প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারল সালমা। কী জবাব দেবে সে? জামালকে যখন নিজের বাসায় নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল, তখন একমুহূর্তের জন্য সালমা ভুলে গিয়েছিল তার পরিচয়—অতীত, বর্তমান। ঝাঁপিয়ে পড়ল যেন নিষ্ঠুর সত্যটা।
বৃষ্টির তির এসে দুজনকে খুব করে ভিজিয়ে দিয়ে গেল। বলতে গিয়ে কথা খুঁজে না পেয়ে জামাল থামল। কিন্তু প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারল সালমা। কী জবাব দেবে সে? জামালকে যখন নিজের বাসায় নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল, তখন একমুহূর্তের জন্য সালমা ভুলে গিয়েছিল তার পরিচয়—অতীত, বর্তমান। ঝাঁপিয়ে পড়ল যেন নিষ্ঠুর সত্যটা।