নদী দিয়ে ঘিরে রাখা নাম না জানা এক দ্বীপ-গ্রামে একটি প্রাচীন ভাঙা মন্দির দেখার জন্য বাবা আর মায়ের হাত ধরে ছোট্ট শিশু শায়ান। সঙ্গি হিসেবে তারা পায় ঘুরতে আসা তিন তরুণ বন্ধুকেও। কিন্তু পথিমধ্যে তাদেরকে গ্রামটা নিয়ে এক অদ্ভূত গল্প শোনায় আতশ নামের একজন মানুষ। নিজেকে সে পরিচয় দেয় একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসেবে। তবুও তাদের যাত্রাতে কোনও ছেদ পড়লো না। পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই গ্রামটিতে কী এমন রহস্য লুকিয়ে আছে? তারা কি পৃথিবীর গুপ্ত সম্পদ রক্ষাকারী যক্ষের দেখা পাবে? বাঁচতে হলে তাদের নিতে হবে জীবনের কঠিনতম সিদ্ধান্ত।
নদী দিয়ে ঘিরে রাখা নাম না জানা এক দ্বীপ-গ্রামে একটি প্রাচীন ভাঙা মন্দির দেখার জন্য বাবা আর মায়ের হাত ধরে ছোট্ট শিশু শায়ান। সঙ্গি হিসেবে তারা পায় ঘুরতে আসা তিন তরুণ বন্ধুকেও। কিন্তু পথিমধ্যে তাদেরকে গ্রামটা নিয়ে এক অদ্ভূত গল্প শোনায় আতশ নামের একজন মানুষ। নিজেকে সে পরিচয় দেয় একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসেবে। তবুও তাদের যাত্রাতে কোনও ছেদ পড়লো না। পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই গ্রামটিতে কী এমন রহস্য লুকিয়ে আছে? তারা কি পৃথিবীর গুপ্ত সম্পদ রক্ষাকারী যক্ষের দেখা পাবে? বাঁচতে হলে তাদের নিতে হবে জীবনের কঠিনতম সিদ্ধান্ত।