পাঠক, ভ্রাম্যমাণ জাদুকর অ্যানিমার সাথে আরেকবার সাক্ষাৎ হয়ে যাক? গতবারের চেয়েও রহস্যময় এক কেসে জড়িয়েছে অ্যানিমা—না, বরং বলা উচিৎ তাকে জড়ানো হয়েছে। এই কেসের সাথে সম্পর্কিত অ্যানিমার অতীতের একজন মানুষ, যে হয়তো এখন মানুষের চেয়েও বেশি কিছু। আড়ালে থেকে তাকে সাহায্য করছে কোন অতিপ্রাকৃত শক্তি? এক প্রাচীন, মহামূল্যবান, এবং ঐন্দ্রজালিক সম্পদ তারা ছিনিয়ে নিতে চায়। এ সম্পদের ভয়ংকর ক্ষমতাকে কোন অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা হবে? শত্রুর প্রবল আক্রমণ থেকে কি অ্যানিমা অন্য জাদুকরদের সুরক্ষিত রাখতে পারবে? অ্যানিমার বন্ধু, পেশা এবং জীবন—সবকিছু এবার তীব্র ঝুঁকির মুখে। কীভাবে এই অসম্ভব পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সম্ভব? জাদুর জগতের আরও অনেক গভীরে প্রবেশ করছে অ্যানিমা। কী হবে এর পরিণতি?
পাঠক, ভ্রাম্যমাণ জাদুকর অ্যানিমার সাথে আরেকবার সাক্ষাৎ হয়ে যাক? গতবারের চেয়েও রহস্যময় এক কেসে জড়িয়েছে অ্যানিমা—না, বরং বলা উচিৎ তাকে জড়ানো হয়েছে। এই কেসের সাথে সম্পর্কিত অ্যানিমার অতীতের একজন মানুষ, যে হয়তো এখন মানুষের চেয়েও বেশি কিছু। আড়ালে থেকে তাকে সাহায্য করছে কোন অতিপ্রাকৃত শক্তি? এক প্রাচীন, মহামূল্যবান, এবং ঐন্দ্রজালিক সম্পদ তারা ছিনিয়ে নিতে চায়। এ সম্পদের ভয়ংকর ক্ষমতাকে কোন অশুভ উদ্দেশ্যে ব্যবহার করা হবে? শত্রুর প্রবল আক্রমণ থেকে কি অ্যানিমা অন্য জাদুকরদের সুরক্ষিত রাখতে পারবে? অ্যানিমার বন্ধু, পেশা এবং জীবন—সবকিছু এবার তীব্র ঝুঁকির মুখে। কীভাবে এই অসম্ভব পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সম্ভব? জাদুর জগতের আরও অনেক গভীরে প্রবেশ করছে অ্যানিমা। কী হবে এর পরিণতি?