তন্ময় আর জয় রাজস্থান বেড়াতে গিয়ে দেখতে পেল বিক্রমগড় কেল্লা৷ স্থানীয় মানুষ যাকে বলে ভূতকেল্লা৷ রহস্যময় সেই ভূতকেল্লা দেখতে গেল দুজনে মিলে৷ পরিত্যক্ত সেই কেল্লার এক অন্ধকার পাতাল ঘরে তন্ময় আচমকাই খুঁজে পেল একটি ছোট বাক্স, তার ভিতরে একটি বীজ৷ তন্ময় ফুলের নার্সারির মালিক৷ সে বীজটিকে নিয়ে এল বাড়িতে৷ সেই বীজ টবে রাখার কিছুদিন পরেই বীজ ফুটে বের হল অঙ্কুর ৷ সেই রাতেই তন্ময়ের কাছে হাজির হল বিজু নামের এক মালি৷ সে সারা রাত কাজ করে আর সারাদিন অদৃশ্য থাকে৷ বিজু আসার পর থেকেই সেই অঞ্চলে ঘটতে থাকল একের পর এক বীভৎস খুন! এদিকে সেই বীজ থেকে একের পর এক এমনই অলৌকিক ফুল ফুটতে থাকল, যার রূপ আর গন্ধে সকলে মাতাল হয়ে যায়!
কীভাবে ফোটে এই ফুল? মালি বিজুই বা কে? শেষ পর্যন্ত কী পরিণতি অপেক্ষা করছে তন্ময়ের জীবনে? এই প্রাপ্তবয়স্ক ভৌতিক কাহিনি পাঠকদের রাতের ঘুম কেড়ে নেবে৷
তন্ময় আর জয় রাজস্থান বেড়াতে গিয়ে দেখতে পেল বিক্রমগড় কেল্লা৷ স্থানীয় মানুষ যাকে বলে ভূতকেল্লা৷ রহস্যময় সেই ভূতকেল্লা দেখতে গেল দুজনে মিলে৷ পরিত্যক্ত সেই কেল্লার এক অন্ধকার পাতাল ঘরে তন্ময় আচমকাই খুঁজে পেল একটি ছোট বাক্স, তার ভিতরে একটি বীজ৷ তন্ময় ফুলের নার্সারির মালিক৷ সে বীজটিকে নিয়ে এল বাড়িতে৷ সেই বীজ টবে রাখার কিছুদিন পরেই বীজ ফুটে বের হল অঙ্কুর ৷ সেই রাতেই তন্ময়ের কাছে হাজির হল বিজু নামের এক মালি৷ সে সারা রাত কাজ করে আর সারাদিন অদৃশ্য থাকে৷ বিজু আসার পর থেকেই সেই অঞ্চলে ঘটতে থাকল একের পর এক বীভৎস খুন! এদিকে সেই বীজ থেকে একের পর এক এমনই অলৌকিক ফুল ফুটতে থাকল, যার রূপ আর গন্ধে সকলে মাতাল হয়ে যায়!
কীভাবে ফোটে এই ফুল? মালি বিজুই বা কে? শেষ পর্যন্ত কী পরিণতি অপেক্ষা করছে তন্ময়ের জীবনে? এই প্রাপ্তবয়স্ক ভৌতিক কাহিনি পাঠকদের রাতের ঘুম কেড়ে নেবে৷