আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক একটা করে রাত আসে, যার যাত্রী হওয়ার সাধ আমাদের জাগলেও, যাত্রা সম্পূর্ণ করার মতাে সাধ্য আমাদের থাকে না! কী হলে কী হত, কি বিসর্জন দিলে কী পেতাম কিংবা ওই ব্লেডের ধারালাে দিকটা আর কবজির দূরত্বটা যদি আরেকটু বেশি হত তাহলে কী হত, এরকম অজস্র প্রশ্ন ওই রাতগুলােকে ঘিরে থাকে। কিন্তু উত্তর মেলে না। কেউ উত্তর দেয় না, দিতে পারে না। উত্তর আমরা নিজেদের মতাে করে খুঁজেনি, নিজেদের ফ্রাজাইল ইগােকে স্যাটিসফাই রাখতে! কিন্তু প্রতিটা উত্তরই, একগলা দলা পাকানাে দীর্ঘশ্বাসে গিয়ে শেষ হয়! এরকম যাত্রীবিহীন কিছু রাতের সমষ্টি হল এই 'মেলানকোলির রাত' আশা করি আপনাদের ভালাে লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক একটা করে রাত আসে, যার যাত্রী হওয়ার সাধ আমাদের জাগলেও, যাত্রা সম্পূর্ণ করার মতাে সাধ্য আমাদের থাকে না! কী হলে কী হত, কি বিসর্জন দিলে কী পেতাম কিংবা ওই ব্লেডের ধারালাে দিকটা আর কবজির দূরত্বটা যদি আরেকটু বেশি হত তাহলে কী হত, এরকম অজস্র প্রশ্ন ওই রাতগুলােকে ঘিরে থাকে। কিন্তু উত্তর মেলে না। কেউ উত্তর দেয় না, দিতে পারে না। উত্তর আমরা নিজেদের মতাে করে খুঁজেনি, নিজেদের ফ্রাজাইল ইগােকে স্যাটিসফাই রাখতে! কিন্তু প্রতিটা উত্তরই, একগলা দলা পাকানাে দীর্ঘশ্বাসে গিয়ে শেষ হয়! এরকম যাত্রীবিহীন কিছু রাতের সমষ্টি হল এই 'মেলানকোলির রাত' আশা করি আপনাদের ভালাে লাগবে।