এদেশে, আমাদের আত্মপরিচয় অস্পষ্টতা বা অন্ধকারের কবলে পড়েছে নানাভাবে। সেই আবরণ ক্ষমতা সম্পর্কের পাটাতনে দাঁড়িয়ে রাজকীয় অবয়বে আমাদের পরিচয়ের ভাষ্য নির্ধারণ করে আমাদের ‘সহায়তা’ করতে চায়। ‘বাংলাদেশ ও ইসলাম : আত্মপরিচয়ের ডিসকোর্স’ আরোপিত কোনো রাজকীয় ভাষ্য দিয়ে নিজের পরিচয় নির্মাণের ‘সহায়তা’ নিতে রাজী নয়। বইটি বরং স্বচ্ছ আলোয় অবগাহনে সচেষ্ট। এজন্যে সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা অধিপতি বুদ্ধিবৃত্তির ভাষা ও ভাষ্যকে হেলাচ্ছলে বইটি বলে, ‘সরো তা বাপু।’ আমার আলো দরকার।’ এ বই ইতিহাসের গভীর থেকে আমাদের আত্মপরিচয়ের সন্ধানের একটি প্রচেষ্টা।
এদেশে, আমাদের আত্মপরিচয় অস্পষ্টতা বা অন্ধকারের কবলে পড়েছে নানাভাবে। সেই আবরণ ক্ষমতা সম্পর্কের পাটাতনে দাঁড়িয়ে রাজকীয় অবয়বে আমাদের পরিচয়ের ভাষ্য নির্ধারণ করে আমাদের ‘সহায়তা’ করতে চায়। ‘বাংলাদেশ ও ইসলাম : আত্মপরিচয়ের ডিসকোর্স’ আরোপিত কোনো রাজকীয় ভাষ্য দিয়ে নিজের পরিচয় নির্মাণের ‘সহায়তা’ নিতে রাজী নয়। বইটি বরং স্বচ্ছ আলোয় অবগাহনে সচেষ্ট। এজন্যে সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা অধিপতি বুদ্ধিবৃত্তির ভাষা ও ভাষ্যকে হেলাচ্ছলে বইটি বলে, ‘সরো তা বাপু।’ আমার আলো দরকার।’ এ বই ইতিহাসের গভীর থেকে আমাদের আত্মপরিচয়ের সন্ধানের একটি প্রচেষ্টা।