ব্যক্তিগত আগ্রহ থেকে ছোঁক ছোঁক করতে থাকা একজন অফিসকর্মীকে এলাকার মাস্তানরা ন্যাংটা করে মালিবাগের মোড়ে ছেড়ে দেয়। তা থেকে নানা রকম টার্ন অফ ইভেন্টস। গল্পটা একজন সাইকোপ্যাথের। নির্দিষ্ট সময় পর পর দু'জন মানুষের গলা কেটে খুন না করতে পারলে যার ভালো লাগে না। তার অতখানিই চাহিদা। অথচ এই চাহিদাটা বড়ই শক্তিশালী। ইংরেজীতে যাকে বলে আর্জ। গতানুগতিক কোনও সাইকো থ্রিলার এটি নয়। পাঠককে বাড়তি আতঙ্কিত করার চেষ্টাও নেই। তবে গতি আছে। অসমাপ্ত প্রশ্নদের মেলা আছে। ইঁদুর-বেড়াল খেলা আছে। সাদামাটা একটা বর্ণনায় একজন সাইকোপ্যাথের কয়েক দিন। তার সঙ্গে আপনিও ঘুরে আসতে পারেন তার জগত থেকে। এমন মানুষগুলো তো আমাদের অপরিচিত নন। আপনারই খুব চেনা কেউ হতে পারেন সাইকোপ্যাথ। অথচ এত চেনা হয়েও তারা রয়ে যান অচেনা। অবলীলায় নরহত্যা করতে পারেন। কীভাবে? এ তারই গল্প।
ব্যক্তিগত আগ্রহ থেকে ছোঁক ছোঁক করতে থাকা একজন অফিসকর্মীকে এলাকার মাস্তানরা ন্যাংটা করে মালিবাগের মোড়ে ছেড়ে দেয়। তা থেকে নানা রকম টার্ন অফ ইভেন্টস। গল্পটা একজন সাইকোপ্যাথের। নির্দিষ্ট সময় পর পর দু'জন মানুষের গলা কেটে খুন না করতে পারলে যার ভালো লাগে না। তার অতখানিই চাহিদা। অথচ এই চাহিদাটা বড়ই শক্তিশালী। ইংরেজীতে যাকে বলে আর্জ। গতানুগতিক কোনও সাইকো থ্রিলার এটি নয়। পাঠককে বাড়তি আতঙ্কিত করার চেষ্টাও নেই। তবে গতি আছে। অসমাপ্ত প্রশ্নদের মেলা আছে। ইঁদুর-বেড়াল খেলা আছে। সাদামাটা একটা বর্ণনায় একজন সাইকোপ্যাথের কয়েক দিন। তার সঙ্গে আপনিও ঘুরে আসতে পারেন তার জগত থেকে। এমন মানুষগুলো তো আমাদের অপরিচিত নন। আপনারই খুব চেনা কেউ হতে পারেন সাইকোপ্যাথ। অথচ এত চেনা হয়েও তারা রয়ে যান অচেনা। অবলীলায় নরহত্যা করতে পারেন। কীভাবে? এ তারই গল্প।