সৈকত মুখোপাধ্যায় যখন কল্পবিজ্ঞানের গল্প লেখেন,তখন বিজ্ঞানের শক্তপোক্ত কাঁধে তিনি জুড়ে দেন কল্পনার বিশাল দুটো ডানা। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার মতন ভাষায় পাঠক উড়ে যান চেনা পৃথিবী থেকে বহুদূরের কোন এক অচেনা আশ্চর্য জগতে। ওদের ভীষণ খিদে, জহ্নু, মডেল চাঁদের খুদে ডাক্তার বা মুরাকামির অ্যাশট্রের মতন এমন সুখপাঠ্য এগারোটা গল্পের সঙ্গে শারদীয়া কিশোর ভারতীতে প্রকাশিত সেই আশ্চর্য উপন্যাস মাই ডিয়ার মিকি!
সৈকত মুখোপাধ্যায় যখন কল্পবিজ্ঞানের গল্প লেখেন,তখন বিজ্ঞানের শক্তপোক্ত কাঁধে তিনি জুড়ে দেন কল্পনার বিশাল দুটো ডানা। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার মতন ভাষায় পাঠক উড়ে যান চেনা পৃথিবী থেকে বহুদূরের কোন এক অচেনা আশ্চর্য জগতে। ওদের ভীষণ খিদে, জহ্নু, মডেল চাঁদের খুদে ডাক্তার বা মুরাকামির অ্যাশট্রের মতন এমন সুখপাঠ্য এগারোটা গল্পের সঙ্গে শারদীয়া কিশোর ভারতীতে প্রকাশিত সেই আশ্চর্য উপন্যাস মাই ডিয়ার মিকি!