বার্ষিক পরীক্ষায় অঙ্কে বুরুন মাত্র তেরো পেলো। রাশভারী চিকিৎসক বাবা পড়াশোনায় বুরুনকে মনোযোগী করে তুলতে বেশ কড়া শাসন আরম্ভ করলেন। কিছুদিন যেতে-না-যেতেই বুরুনের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠলো। ক্ষোভে-দুঃখে একদিন হাঁটতে হাঁটতে বুরুন ঢুকে পড়লো গোঁসাই ডাকাতের বাগান বা গোঁসাইবাগানের ভেতরে। ভেতরে ভয় পাবার মতো নাকি অনেককিছুই আছে, কিন্তু মন ভীষণ খারাপ থাকলে ভয়ডর কি আর থাকে?
বার্ষিক পরীক্ষায় অঙ্কে বুরুন মাত্র তেরো পেলো। রাশভারী চিকিৎসক বাবা পড়াশোনায় বুরুনকে মনোযোগী করে তুলতে বেশ কড়া শাসন আরম্ভ করলেন। কিছুদিন যেতে-না-যেতেই বুরুনের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠলো। ক্ষোভে-দুঃখে একদিন হাঁটতে হাঁটতে বুরুন ঢুকে পড়লো গোঁসাই ডাকাতের বাগান বা গোঁসাইবাগানের ভেতরে। ভেতরে ভয় পাবার মতো নাকি অনেককিছুই আছে, কিন্তু মন ভীষণ খারাপ থাকলে ভয়ডর কি আর থাকে?