ছোট্ট একটা বানরের হাত - চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনো। আর সেটার মালিকানা নিয়েই বাধল গোল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লোক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলো অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?
ছোট্ট একটা বানরের হাত - চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনো। আর সেটার মালিকানা নিয়েই বাধল গোল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লোক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলো অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?