২০০৮ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘গরিবি অমরতা’ দিয়ে বাংলা গল্পের পাঠককে চমকে দিয়েছিলেন সুমন রহমান। ‘নিরপরাধ ঘুম’ তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ। তিনি লেখেন খুব কম, কিন্তু মনে দাগ কাটার মতো করে লেখেন। সমকালের প্রখর ও মেধাবী পর্যবেক্ষণ হাজির আছে এই বইতেও। আমাদের জীবনের নীরবে এড়িয়ে চলা অংশ তাঁর গল্পের বিষয়বস্তু। তাঁর গল্প একই সঙ্গে তীব্র ও সংবেদনশীল। এর পাশাপাশি অনিঃশেষ আতঙ্ক, শান্ত প্রবঞ্চনা আর বিপন্ন যৌনতা গল্পগুলোকে অন্য মাত্রা দিয়েছে।
২০০৮ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘গরিবি অমরতা’ দিয়ে বাংলা গল্পের পাঠককে চমকে দিয়েছিলেন সুমন রহমান। ‘নিরপরাধ ঘুম’ তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ। তিনি লেখেন খুব কম, কিন্তু মনে দাগ কাটার মতো করে লেখেন। সমকালের প্রখর ও মেধাবী পর্যবেক্ষণ হাজির আছে এই বইতেও। আমাদের জীবনের নীরবে এড়িয়ে চলা অংশ তাঁর গল্পের বিষয়বস্তু। তাঁর গল্প একই সঙ্গে তীব্র ও সংবেদনশীল। এর পাশাপাশি অনিঃশেষ আতঙ্ক, শান্ত প্রবঞ্চনা আর বিপন্ন যৌনতা গল্পগুলোকে অন্য মাত্রা দিয়েছে।