পৃথিবীর নানান দেশের অরসিক মানুষের কাছে অমর হয়ে আছেন নাসিরুদ্দীন হোজ্জা তাঁর সরস গল্পের জন্যে। তাঁর অজস্র রসগল্প থেকে বাছাই করে পৌনে দুশো গল্প নিয়ে সংকলিত হলো এই বই। গল্পগুলিতে যেমন রয়েছে বুদ্ধির ঝিলিক, তেমনি হাস্য-কৌতুকের আড়ালে রয়েছে মধ্যযুগীয় সামন্তপ্রথার নিপীড়ন ও দুর্নীতিবাজ সমাজপতিদের স্বার্থপর স্বেচ্ছাচারের বিরুদ্ধে তীব্র কষাঘাত। উপযুক্ত সময়ে উচিত কথা বলার সাহস তিনি কখনো হারাননি। তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করেছেন ক্ষমতার দম্ভ, ধর্মান্ধতা, গোঁড়ামি ও নির্বুদ্ধিতাকে। আর এ সবই করেছেন হাস্য রসের মাধ্যমে।
পৃথিবীর নানান দেশের অরসিক মানুষের কাছে অমর হয়ে আছেন নাসিরুদ্দীন হোজ্জা তাঁর সরস গল্পের জন্যে। তাঁর অজস্র রসগল্প থেকে বাছাই করে পৌনে দুশো গল্প নিয়ে সংকলিত হলো এই বই। গল্পগুলিতে যেমন রয়েছে বুদ্ধির ঝিলিক, তেমনি হাস্য-কৌতুকের আড়ালে রয়েছে মধ্যযুগীয় সামন্তপ্রথার নিপীড়ন ও দুর্নীতিবাজ সমাজপতিদের স্বার্থপর স্বেচ্ছাচারের বিরুদ্ধে তীব্র কষাঘাত। উপযুক্ত সময়ে উচিত কথা বলার সাহস তিনি কখনো হারাননি। তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করেছেন ক্ষমতার দম্ভ, ধর্মান্ধতা, গোঁড়ামি ও নির্বুদ্ধিতাকে। আর এ সবই করেছেন হাস্য রসের মাধ্যমে।