টুপুর কুলু-মানালি বেড়াতে এসেছে মা-বাবা, বুমবুম, পার্থ মেসো আর তার গুরু মিতিনমাসির সঙ্গে। মিতিনমাসি যখন আছে, তখন রহস্যের হাতছানি তো থাকবেই।কুলুতে হোটেলের ঘরে হঠাৎ একটা পেনড্রাইভ পেল বুমবুম। আর কী কাণ্ড, সেটিকে কম্পিউটারে গুঁজতেই ভেসে উঠল একরাশ পেন্টিং-এর ফোটো। দামি ডিজিটাল ক্যামেরায় তোলা। কিন্তু এসব অয়েল পেন্টিং পেনড্রাইভে এল কী করে? নগ্নরে পৌঁছে দেখা গেল, বিশ্বখ্যাত শিল্পী রোয়েরিখের আর্ট মিউজিয়ামের সামনে পুলিশে ছয়লাপ। তবে কী এর মধ্যে কোনও সূত্র আছে?...মিতিনমাসিদের সঙ্গে কুলু-মানালি-নগ্গরে একবার যেতেই হবে।
টুপুর কুলু-মানালি বেড়াতে এসেছে মা-বাবা, বুমবুম, পার্থ মেসো আর তার গুরু মিতিনমাসির সঙ্গে। মিতিনমাসি যখন আছে, তখন রহস্যের হাতছানি তো থাকবেই।কুলুতে হোটেলের ঘরে হঠাৎ একটা পেনড্রাইভ পেল বুমবুম। আর কী কাণ্ড, সেটিকে কম্পিউটারে গুঁজতেই ভেসে উঠল একরাশ পেন্টিং-এর ফোটো। দামি ডিজিটাল ক্যামেরায় তোলা। কিন্তু এসব অয়েল পেন্টিং পেনড্রাইভে এল কী করে? নগ্নরে পৌঁছে দেখা গেল, বিশ্বখ্যাত শিল্পী রোয়েরিখের আর্ট মিউজিয়ামের সামনে পুলিশে ছয়লাপ। তবে কী এর মধ্যে কোনও সূত্র আছে?...মিতিনমাসিদের সঙ্গে কুলু-মানালি-নগ্গরে একবার যেতেই হবে।