"... ১৯৬১ থেকে ১৯৬৪ - এই চার বছরের কোনও খাতাতেই ফেলুদার নাম গন্ধ নেই। তারপর হঠাতই, ১৯৬৫-তে, খাতার একেবারে তৃতীয় পাতায় 'ফেলুদার গোয়েন্দাগিরি' শুরু হয়ে গেছে। প্রথম পাতায় শুধু ইংরেজিতে লেখা বাবার সই ও সাল। এক নতুন চরিত্র জন্মের আগে, একজন লেখক সাধারণত যেসব প্রাথমিক খসড়া করে থাকেন, উনি তা কিছুই করেন নি। গত চার বছরে লেখা অন্যান্য গল্পের মতো সরাসরি আরম্ভ করে দিয়েছেন। ফেলুদাকে নিয়ে যে একটা জবরদস্ত, সাড়া-জাগানো সিরিজ হতে পারে, সেই চিন্তা কিন্তু তখনও তার মাথায় আসেনি।..."
"... ১৯৬১ থেকে ১৯৬৪ - এই চার বছরের কোনও খাতাতেই ফেলুদার নাম গন্ধ নেই। তারপর হঠাতই, ১৯৬৫-তে, খাতার একেবারে তৃতীয় পাতায় 'ফেলুদার গোয়েন্দাগিরি' শুরু হয়ে গেছে। প্রথম পাতায় শুধু ইংরেজিতে লেখা বাবার সই ও সাল। এক নতুন চরিত্র জন্মের আগে, একজন লেখক সাধারণত যেসব প্রাথমিক খসড়া করে থাকেন, উনি তা কিছুই করেন নি। গত চার বছরে লেখা অন্যান্য গল্পের মতো সরাসরি আরম্ভ করে দিয়েছেন। ফেলুদাকে নিয়ে যে একটা জবরদস্ত, সাড়া-জাগানো সিরিজ হতে পারে, সেই চিন্তা কিন্তু তখনও তার মাথায় আসেনি।..."