ডায়েরির পেছনে পড়ে থাকা এক অসমাপ্ত বৃত্ত, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পাগল আর বিটলসের টুকরো-টাকরা কিছু গানের মাঝে বিছিয়ে থাকে বোবো আর সমন্বয়ের গল্প। বোবো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, পরে সেই ব্যাবসার কর্ণধার। আর সমন্বয়ের আছে ছোট্ট এক ব্যাবসা। সমন্বয় নানা সমস্যার সামনে দাঁড়ায়, সেটা কাটিয়ে ওঠার চেষ্টাও করে।এদিকে বোবোর প্রেমিকইক্কি যে-কোনওভাবে নিয়ন্ত্রণ করতে চায় বোবোকে। বোবোকি আদৌ তাকে ভালবাসে? একটা জমি ও তাকে ঘিরে সমস্যা ক্রমশ ঘিরে ধরে বোবোকে। বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াতে চায় সমন্বয়। সমন্বয়ের জীবনে আছে পারিবারিক শত্রুতা, কলেজে পড়া বোন, মনমরা বাবা, এমনকী কুসি বৌদির আহ্বান। বৃত্তকি সম্পূর্ণ হবে? দু’জন মানুষের আপাত বেঁচে-থাকার তলায় বয়ে-যাওয়া না-ভুলতে পারা প্রেম কি শেষ পর্যন্ত তাদের পৌঁছে দেবে স্বপ্নের জীবনে? স্বপ্ন আর বাস্তবের সীমানাকে প্রসারিত করে টিকে থাকে যে চিরন্তন ভালবাসার গল্প, স্মরণজিৎ চক্রবর্তীর ‘বৃত্ত’ উপন্যাসে তারই নিবিড় অন্বেষণ।
ডায়েরির পেছনে পড়ে থাকা এক অসমাপ্ত বৃত্ত, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পাগল আর বিটলসের টুকরো-টাকরা কিছু গানের মাঝে বিছিয়ে থাকে বোবো আর সমন্বয়ের গল্প। বোবো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, পরে সেই ব্যাবসার কর্ণধার। আর সমন্বয়ের আছে ছোট্ট এক ব্যাবসা। সমন্বয় নানা সমস্যার সামনে দাঁড়ায়, সেটা কাটিয়ে ওঠার চেষ্টাও করে।এদিকে বোবোর প্রেমিকইক্কি যে-কোনওভাবে নিয়ন্ত্রণ করতে চায় বোবোকে। বোবোকি আদৌ তাকে ভালবাসে? একটা জমি ও তাকে ঘিরে সমস্যা ক্রমশ ঘিরে ধরে বোবোকে। বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াতে চায় সমন্বয়। সমন্বয়ের জীবনে আছে পারিবারিক শত্রুতা, কলেজে পড়া বোন, মনমরা বাবা, এমনকী কুসি বৌদির আহ্বান। বৃত্তকি সম্পূর্ণ হবে? দু’জন মানুষের আপাত বেঁচে-থাকার তলায় বয়ে-যাওয়া না-ভুলতে পারা প্রেম কি শেষ পর্যন্ত তাদের পৌঁছে দেবে স্বপ্নের জীবনে? স্বপ্ন আর বাস্তবের সীমানাকে প্রসারিত করে টিকে থাকে যে চিরন্তন ভালবাসার গল্প, স্মরণজিৎ চক্রবর্তীর ‘বৃত্ত’ উপন্যাসে তারই নিবিড় অন্বেষণ।