খোকা নামের এক স্কুলছাত্র, সে তার কাকার বাড়ীতে গিয়ে অল্পবয়স্কা বিধবা "পদি" পিসির গল্পকথা শোনে। সে একবার তার খুড়োর বাড়ি যায় তার সঙ্গে দেখা করতে। কিন্তু পথে এক দস্যু তাকে আক্রমণ করে। কিন্তু যখন খুড়ো একথা জানতে পারলো, সে তাকে তার লুটপাটের মূল্যবান জিনিস থেকে ঘুষ দিল, যাতে সে খবর যেন সকলে জানতে না পারে। পদি পিসি তখন খুড়োর বাড়িতেই সেসব একটা দামি বর্মিবাক্সে ভরে গোপনস্থানে লুকিয়ে রেখেছিল এবং এই ব্যাপারটি পদি পিসির মৃত্যুর আগে পর্যন্ত তার ছেলে গজা ছাড়া কেউ জানত না। পরিবারের সমস্ত সদস্য তন্ন তন্ন করে খুঁজেও হারানো বাক্সটিকে উদ্ধার করতে পারলো না। এমনকি এক প্রাইভেট গোয়েন্দা নিযুক্ত হলেও, সেও কুল কিনারা করতে ব্যর্থ হয়। শেষে কীভাবে তা উদ্ধার করা হয় তা নিয়েই রহস্যঘন গল্পের উপস্থাপনা।
খোকা নামের এক স্কুলছাত্র, সে তার কাকার বাড়ীতে গিয়ে অল্পবয়স্কা বিধবা "পদি" পিসির গল্পকথা শোনে। সে একবার তার খুড়োর বাড়ি যায় তার সঙ্গে দেখা করতে। কিন্তু পথে এক দস্যু তাকে আক্রমণ করে। কিন্তু যখন খুড়ো একথা জানতে পারলো, সে তাকে তার লুটপাটের মূল্যবান জিনিস থেকে ঘুষ দিল, যাতে সে খবর যেন সকলে জানতে না পারে। পদি পিসি তখন খুড়োর বাড়িতেই সেসব একটা দামি বর্মিবাক্সে ভরে গোপনস্থানে লুকিয়ে রেখেছিল এবং এই ব্যাপারটি পদি পিসির মৃত্যুর আগে পর্যন্ত তার ছেলে গজা ছাড়া কেউ জানত না। পরিবারের সমস্ত সদস্য তন্ন তন্ন করে খুঁজেও হারানো বাক্সটিকে উদ্ধার করতে পারলো না। এমনকি এক প্রাইভেট গোয়েন্দা নিযুক্ত হলেও, সেও কুল কিনারা করতে ব্যর্থ হয়। শেষে কীভাবে তা উদ্ধার করা হয় তা নিয়েই রহস্যঘন গল্পের উপস্থাপনা।