আলেক্স হঠাৎ করে গম্ভীর গলায় বলল,"দেখ শামীম।মানুষের প্রতি মুহূর্তে বিবর্তন হচ্ছে,মিউটেশান হচ্ছে।তাই ঘটনাক্রমে খুব বিচিত্র কিছু হওয়া অসম্ভব কিছু না।এই মিউটেশানগুলো টিকে থাকে না বলে আমরা এই বিচিত্র উদাহরণগুলো দেখি না।মানুসষের চামড়ার প্রতি বর্গ ইঞ্চিতে চার মিটার রক্তনালী,সেগুলো যদি কোনোভাবে চামড়ার কোষের ভেতর দিয়ে অক্সিজেন এক্সচেঞ্জ করতে পারে সে হয়ত চামড়া দিয়ে নিঃশ্বাস নিতেও পারে।মাছ তার ফুলকা দিয়ে পানি থেকে অক্সিজেন নেয়-"
আলেক্স হঠাৎ করে গম্ভীর গলায় বলল,"দেখ শামীম।মানুষের প্রতি মুহূর্তে বিবর্তন হচ্ছে,মিউটেশান হচ্ছে।তাই ঘটনাক্রমে খুব বিচিত্র কিছু হওয়া অসম্ভব কিছু না।এই মিউটেশানগুলো টিকে থাকে না বলে আমরা এই বিচিত্র উদাহরণগুলো দেখি না।মানুসষের চামড়ার প্রতি বর্গ ইঞ্চিতে চার মিটার রক্তনালী,সেগুলো যদি কোনোভাবে চামড়ার কোষের ভেতর দিয়ে অক্সিজেন এক্সচেঞ্জ করতে পারে সে হয়ত চামড়া দিয়ে নিঃশ্বাস নিতেও পারে।মাছ তার ফুলকা দিয়ে পানি থেকে অক্সিজেন নেয়-"