রাতে ট্রেনের শব্দ শুনলেই আমার ঘুম ভেঙে যায়।আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই মনে হয় সব মানুষের মধ্যেই একটা ইস্টিশন থাকে। সেই ইস্টিশনের সিগন্যাল ডাউন করা। ইস্টিশনে সবুজবাতি জ্বলছে।আনন্দময় ট্রেনের জন্য অপেক্ষা। কারো কারো স্টেশনে ট্রেন সত্যি সত্যি এসে থাকে। কারো কারো স্টেশনে ট্রেন আসে ঠিকই, তবে মেলট্রেন বলে থামে না। ঝড়ের মতো উড়ে চলে যায়।
রাতে ট্রেনের শব্দ শুনলেই আমার ঘুম ভেঙে যায়।আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই মনে হয় সব মানুষের মধ্যেই একটা ইস্টিশন থাকে। সেই ইস্টিশনের সিগন্যাল ডাউন করা। ইস্টিশনে সবুজবাতি জ্বলছে।আনন্দময় ট্রেনের জন্য অপেক্ষা। কারো কারো স্টেশনে ট্রেন সত্যি সত্যি এসে থাকে। কারো কারো স্টেশনে ট্রেন আসে ঠিকই, তবে মেলট্রেন বলে থামে না। ঝড়ের মতো উড়ে চলে যায়।