তেজ এ দেশেরই সুপারহিরো। এক তান্ত্রিক বাবার পড়া পানির জাদুতে সে শক্তি, গতি এবং ওড়ার ক্ষমতা অর্জন করে। তবে বাস্তব জীবনের চ্যালেঞ্জ যেমন ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার কারণে সময়মতো ডাকাতদের ধরতে না পারা তার কাজে বড়ো বাধা হয়ে দাঁড়ায়। সুপারহিরো হিসেবে তার অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ বাস্তবের সাথে একদমই মেলে না। এই গল্পে জানা যাবে, কীভাবে তেজ ক্ষমতা পেয়েছিল এবং সুপারহিরো হয়ে উঠেছিল।
তেজ এ দেশেরই সুপারহিরো। এক তান্ত্রিক বাবার পড়া পানির জাদুতে সে শক্তি, গতি এবং ওড়ার ক্ষমতা অর্জন করে। তবে বাস্তব জীবনের চ্যালেঞ্জ যেমন ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার কারণে সময়মতো ডাকাতদের ধরতে না পারা তার কাজে বড়ো বাধা হয়ে দাঁড়ায়। সুপারহিরো হিসেবে তার অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ বাস্তবের সাথে একদমই মেলে না। এই গল্পে জানা যাবে, কীভাবে তেজ ক্ষমতা পেয়েছিল এবং সুপারহিরো হয়ে উঠেছিল।