পাগল বিজ্ঞানী ড.নাজমুল আলমের বানানো এক যন্ত্রের সাহায্যে রাতারাতি সুপার হিরো বনে যায় বেসিক আলী। কিন্তু সে সুপারহিরো হতে চায় না। ড. তাকে স্বাভাবিক মানুষে ফেরত আনতে গিয়ে উলটো হিল্লোল আর রিয়াকে আক্রান্ত করে ফেলে। অন্যদিকে সেই যন্ত্র ব্যবহার করে অতিমানবিক ক্ষমতা পেয়ে যায় এক ছিঁচকে অপরাধীও। ফলে তার অপরাধের মাত্রা বেড়ে যায় ব্যাপকভাবে। সেই অপরাধীকে ধরতেই মাঠে নামে বেসিক ও তার বন্ধুরা। শুরু হয় সুপার হিরো এবং সুপার ভিলেনের মধ্যে ধুন্ধুমার লড়াই। তারা কি পারবে এইসব উৎপাত থেকে প্রিয় শহরকে বাঁচাতে?
পাগল বিজ্ঞানী ড.নাজমুল আলমের বানানো এক যন্ত্রের সাহায্যে রাতারাতি সুপার হিরো বনে যায় বেসিক আলী। কিন্তু সে সুপারহিরো হতে চায় না। ড. তাকে স্বাভাবিক মানুষে ফেরত আনতে গিয়ে উলটো হিল্লোল আর রিয়াকে আক্রান্ত করে ফেলে। অন্যদিকে সেই যন্ত্র ব্যবহার করে অতিমানবিক ক্ষমতা পেয়ে যায় এক ছিঁচকে অপরাধীও। ফলে তার অপরাধের মাত্রা বেড়ে যায় ব্যাপকভাবে। সেই অপরাধীকে ধরতেই মাঠে নামে বেসিক ও তার বন্ধুরা। শুরু হয় সুপার হিরো এবং সুপার ভিলেনের মধ্যে ধুন্ধুমার লড়াই। তারা কি পারবে এইসব উৎপাত থেকে প্রিয় শহরকে বাঁচাতে?