গ্রন্থটিতে মানবজীবনের যেকোনো অনুষঙ্গ অনায়াসে লেখকের গল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে। এ যেন স্বপ্ন আর স্বপ্নভঙ্গের নিত্যখেলা। অলীক বাস্তবে স্বপ্ন তবু মিছে নয় বলে আমরা স্বপ্ন নিয়ে বাঁচি। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, জেগে থেকে স্বপ্ন দেখে, যা তার মনোভূমি জুড়ে থাকে। এই দুটো পৃথিবীর নিয়মকানুন একেবারেই আলাদা- কেউ কাউকে চেনে না। কালবৈশাখীর উন্মত্ততায় আকাশে নীড় ভাঙার মহোৎসব চলে। পাঠকের ভাবনায় থেকে যায় বিস্ময়ের অনুরণন। বিস্মরণের অতলান্তিক গভীরতায় হারিয়ে যাওয়া নয়, পানকৌড়ির অবিরাম ডুবসাঁতারে ভেসে থাকা অবিস্মরণীয় স্মৃতির বিরামহীন মায়ার জাগরণে জেগে থাকা।
গ্রন্থটিতে মানবজীবনের যেকোনো অনুষঙ্গ অনায়াসে লেখকের গল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে। এ যেন স্বপ্ন আর স্বপ্নভঙ্গের নিত্যখেলা। অলীক বাস্তবে স্বপ্ন তবু মিছে নয় বলে আমরা স্বপ্ন নিয়ে বাঁচি। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, জেগে থেকে স্বপ্ন দেখে, যা তার মনোভূমি জুড়ে থাকে। এই দুটো পৃথিবীর নিয়মকানুন একেবারেই আলাদা- কেউ কাউকে চেনে না। কালবৈশাখীর উন্মত্ততায় আকাশে নীড় ভাঙার মহোৎসব চলে। পাঠকের ভাবনায় থেকে যায় বিস্ময়ের অনুরণন। বিস্মরণের অতলান্তিক গভীরতায় হারিয়ে যাওয়া নয়, পানকৌড়ির অবিরাম ডুবসাঁতারে ভেসে থাকা অবিস্মরণীয় স্মৃতির বিরামহীন মায়ার জাগরণে জেগে থাকা।