লাহোরি বাবু একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি নিয়ম করে সপ্তাহে দুইদিন চরে এবং বাকী দিনগুলি শহরে কাটান। তার একমাত্র সঙ্গী রহমত মিয়া। চরে তৈরি করা নিজের চৌচালা ঘরের বারান্দায় বসে মধ্যদুপুরের রোদ গায়ে মেখে হুক্কা টানার ভেতরে তিনি এক পরম তৃপ্তি অনুভব করেন। একদিন রাবেয়া নামের এক ক্লায়েন্ট লাহোরি বাবুকে নিজের স্বপ্ন নিয়ে জানায়। স্বপ্নে সে এক কিশোরী মেয়ের লাশ দেখে। একেক রাতে একেক ভাবে ঐ মেয়ে নিজেকে রাবেয়ার স্বপ্নে মেরে ফেলে। যত দিন যায় স্বপ্নগুলি তত ভয়ানক রূপ নিতে শুরু করে। অন্যদিকে, রুমা নামের ভার্সিটি পড়ুয়া এক রমনীর সাথে লাহোরির পরিচয় হয়। এক পর্যায়ে দেখা যায়, রাবেয়ার স্বপ্নে দেখা মেয়েটার সাথে রুমার চেহারা হুবুহু মিলে যাচ্ছে। কিন্তু কীভাবে? দুইজন মানুষ কোন রকম পূর্ব পরিচিতি ছাড়া কেন স্বপ্নে একজন অপরজনকে দেখবে, তাও আবার মৃত্যুর পরের দশায়?
লাহোরি বাবু একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি নিয়ম করে সপ্তাহে দুইদিন চরে এবং বাকী দিনগুলি শহরে কাটান। তার একমাত্র সঙ্গী রহমত মিয়া। চরে তৈরি করা নিজের চৌচালা ঘরের বারান্দায় বসে মধ্যদুপুরের রোদ গায়ে মেখে হুক্কা টানার ভেতরে তিনি এক পরম তৃপ্তি অনুভব করেন। একদিন রাবেয়া নামের এক ক্লায়েন্ট লাহোরি বাবুকে নিজের স্বপ্ন নিয়ে জানায়। স্বপ্নে সে এক কিশোরী মেয়ের লাশ দেখে। একেক রাতে একেক ভাবে ঐ মেয়ে নিজেকে রাবেয়ার স্বপ্নে মেরে ফেলে। যত দিন যায় স্বপ্নগুলি তত ভয়ানক রূপ নিতে শুরু করে। অন্যদিকে, রুমা নামের ভার্সিটি পড়ুয়া এক রমনীর সাথে লাহোরির পরিচয় হয়। এক পর্যায়ে দেখা যায়, রাবেয়ার স্বপ্নে দেখা মেয়েটার সাথে রুমার চেহারা হুবুহু মিলে যাচ্ছে। কিন্তু কীভাবে? দুইজন মানুষ কোন রকম পূর্ব পরিচিতি ছাড়া কেন স্বপ্নে একজন অপরজনকে দেখবে, তাও আবার মৃত্যুর পরের দশায়?