বইয়ের গল্পটি শুরু হয় সাতটি নিখোঁজ কেসের মধ্য দিয়ে তবে কেসগুলো আদোও নিখোঁজ কেস নাকি এর পিছে রয়েছে কোনো সিরিয়াল কিলার তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। এদিকে যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় পাওয়া গিয়েছে একজন রহস্যময় ছদ্মনামে লেখকের বই। এই লেখককে আজ পর্যন্ত কেউ দেখেনি, প্রকাশ্যে কেউ কথাও বলেনি এমনকি প্রকাশনীর কারো সাথে তার কোনোদিন দেখা পর্যন্ত হয়নি..! অন্যদিকে যুগের পর যুগ ধরে একটি বইকে কেন্দ্র করে ঘটে যাচ্ছে নানান অতিপ্রাকৃত ঘটনা। বইটি হচ্ছে কোডেক্স গিগাস বা ডেভিলস বাইবেল। এর পিছু শত শত বছর যাবত লেগে রয়েছে মিশরীয় দেবতা আনুবিসের অনুসারী ব্ল্যাক আই, ব্লু আই, ফারাও, আটলান্টিসের দেবতা সেফটন, ভ্যাম্পায়ার সহ আরো নানান অতিপ্রাকৃত জগতের অতি রহস্যময় সব প্রাণীরা। এদের একে অপরের সাথে কি সম্পর্ক, কি শত্রুতা এবং বাংলাদেশে ঘটে যাওয়া সেই সাতটি নিখোঁজ কেসের সাথে এদের কি সম্পর্ক তা জানতে হলে পড়তে হবে তারা সত্যিই আছে.....!
বইয়ের গল্পটি শুরু হয় সাতটি নিখোঁজ কেসের মধ্য দিয়ে তবে কেসগুলো আদোও নিখোঁজ কেস নাকি এর পিছে রয়েছে কোনো সিরিয়াল কিলার তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। এদিকে যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় পাওয়া গিয়েছে একজন রহস্যময় ছদ্মনামে লেখকের বই। এই লেখককে আজ পর্যন্ত কেউ দেখেনি, প্রকাশ্যে কেউ কথাও বলেনি এমনকি প্রকাশনীর কারো সাথে তার কোনোদিন দেখা পর্যন্ত হয়নি..! অন্যদিকে যুগের পর যুগ ধরে একটি বইকে কেন্দ্র করে ঘটে যাচ্ছে নানান অতিপ্রাকৃত ঘটনা। বইটি হচ্ছে কোডেক্স গিগাস বা ডেভিলস বাইবেল। এর পিছু শত শত বছর যাবত লেগে রয়েছে মিশরীয় দেবতা আনুবিসের অনুসারী ব্ল্যাক আই, ব্লু আই, ফারাও, আটলান্টিসের দেবতা সেফটন, ভ্যাম্পায়ার সহ আরো নানান অতিপ্রাকৃত জগতের অতি রহস্যময় সব প্রাণীরা। এদের একে অপরের সাথে কি সম্পর্ক, কি শত্রুতা এবং বাংলাদেশে ঘটে যাওয়া সেই সাতটি নিখোঁজ কেসের সাথে এদের কি সম্পর্ক তা জানতে হলে পড়তে হবে তারা সত্যিই আছে.....!