গল্পটা আলোর, অন্ধকারের কিংবা প্রেমের কিংবা বিকৃতির।
সুলতানপুর এক ছোটো, শান্ত মফস্বল শহর। এই শহরে পা রাখে কিশোর বয়সী রোদ্রময়ী সেন ওরফে রুনু। যার বাবা নিরুদ্দেশ, মা মৃত। বন্ধুত্ব হয় কাছাকাছি বয়সী শাহেদের সাথে। শহরে একের পর এক মেয়ে হারিয়ে যেতে থাকে। শাহেদের সহপাঠী লাবনীও হারিয়ে যায়। মেয়েটা হারিয়ে যাওয়ার জন্য নিজেকে দায়ী করতে থাকে শাহেদ। একসময় হারিয়ে যায় শাহেদও। এক অন্ধকূপে। শাহেদ কী ফিরে আসতে পেরেছিল সেই অন্ধকূপ থেকে? রুনুর জীবনে ঠিক কী হয়েছিল? বৃদ্ধ দাদু-দিদা’র সাথে থাকতে থাকতে রুনু কী খুঁজে পেয়েছিল বেঁচে থাকার ঠিকানা। সোমা চক্রবর্তী এতোগুলো বছর পর পালালো কেন জয়ন্ত সেনের সাথে? আশ্চর্যময়ী কে? লাবনী, সোমা না রুনু? ‘ছায়া সময়’ ‘যেখানে রোদেরা ঘুমায়’ ও ‘বাতাসে বৃষ্টির ঘ্রাণ’ খ্যাত শরীফুল হাসানের আরেকটি অনন্য আখ্যান ‘আশ্চর্যময়ী, তোমাকে’।
গল্পটা আলোর, অন্ধকারের কিংবা প্রেমের কিংবা বিকৃতির।
সুলতানপুর এক ছোটো, শান্ত মফস্বল শহর। এই শহরে পা রাখে কিশোর বয়সী রোদ্রময়ী সেন ওরফে রুনু। যার বাবা নিরুদ্দেশ, মা মৃত। বন্ধুত্ব হয় কাছাকাছি বয়সী শাহেদের সাথে। শহরে একের পর এক মেয়ে হারিয়ে যেতে থাকে। শাহেদের সহপাঠী লাবনীও হারিয়ে যায়। মেয়েটা হারিয়ে যাওয়ার জন্য নিজেকে দায়ী করতে থাকে শাহেদ। একসময় হারিয়ে যায় শাহেদও। এক অন্ধকূপে। শাহেদ কী ফিরে আসতে পেরেছিল সেই অন্ধকূপ থেকে? রুনুর জীবনে ঠিক কী হয়েছিল? বৃদ্ধ দাদু-দিদা’র সাথে থাকতে থাকতে রুনু কী খুঁজে পেয়েছিল বেঁচে থাকার ঠিকানা। সোমা চক্রবর্তী এতোগুলো বছর পর পালালো কেন জয়ন্ত সেনের সাথে? আশ্চর্যময়ী কে? লাবনী, সোমা না রুনু? ‘ছায়া সময়’ ‘যেখানে রোদেরা ঘুমায়’ ও ‘বাতাসে বৃষ্টির ঘ্রাণ’ খ্যাত শরীফুল হাসানের আরেকটি অনন্য আখ্যান ‘আশ্চর্যময়ী, তোমাকে’।