অতলান্ত জীবনের বিচিত্র হীরকদ্যুতি ধারণ করে থাকে ছোটগল্প। রবীন্দ্রনাথের প্রতিভাস্পর্শে আলোকিত ছোটগল্প প্রথমাবধি সাহিত্যরসিকের কাছে সমাদৃত। অল্প পরিসরে বৃহত্কে ধরাই ছোটগল্পের বৈশিষ্ট্য। এই সময়ের পাঠক-অভিনন্দিত গল্পকার প্রচেত গুপ্ত-র ‘পঞ্চাশটি গল্প’ প্রকাশিত হল। প্রচেত-র গল্পগুলির এক-একটা স্তরে এক-এক রকম সৌন্দর্য, এক-এক রকম রহস্য। কখনও আলো পড়ে ঝলমল করে, অন্ধকারে গা-ছমছম করে ওঠে কখনও-বা। গভীর বলেই গল্পগুলি তৈরি করে এক ধরনের ঘোর। সেই আবেশ থেকেই আসে মুগ্ধতা। প্রচেত-র ভাষা ও গল্প বলার ভঙ্গিতে এমন জাদু আছে, পাঠক নিঃশব্দে কখন যেন একাত্ম হয়ে পড়েন। জীবনের সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়া, সময়ের অস্থিরতা, প্রেম, ভেঙে-পড়া মূল্যবোধ প্রতিফলিত হয়েছে ‘পঞ্চাশটি গল্প’-এ। প্রতিটি গল্পই ছুঁয়ে যায় অনুভূতির শিখরদেশ।
অতলান্ত জীবনের বিচিত্র হীরকদ্যুতি ধারণ করে থাকে ছোটগল্প। রবীন্দ্রনাথের প্রতিভাস্পর্শে আলোকিত ছোটগল্প প্রথমাবধি সাহিত্যরসিকের কাছে সমাদৃত। অল্প পরিসরে বৃহত্কে ধরাই ছোটগল্পের বৈশিষ্ট্য। এই সময়ের পাঠক-অভিনন্দিত গল্পকার প্রচেত গুপ্ত-র ‘পঞ্চাশটি গল্প’ প্রকাশিত হল। প্রচেত-র গল্পগুলির এক-একটা স্তরে এক-এক রকম সৌন্দর্য, এক-এক রকম রহস্য। কখনও আলো পড়ে ঝলমল করে, অন্ধকারে গা-ছমছম করে ওঠে কখনও-বা। গভীর বলেই গল্পগুলি তৈরি করে এক ধরনের ঘোর। সেই আবেশ থেকেই আসে মুগ্ধতা। প্রচেত-র ভাষা ও গল্প বলার ভঙ্গিতে এমন জাদু আছে, পাঠক নিঃশব্দে কখন যেন একাত্ম হয়ে পড়েন। জীবনের সুখ-দুঃখ, পাওয়া না-পাওয়া, সময়ের অস্থিরতা, প্রেম, ভেঙে-পড়া মূল্যবোধ প্রতিফলিত হয়েছে ‘পঞ্চাশটি গল্প’-এ। প্রতিটি গল্পই ছুঁয়ে যায় অনুভূতির শিখরদেশ।