ভূত, প্রেত, পিশাচ, রাক্ষস, খোক্কস, যক্ষ, শাঁখিনী, উখিনী, স্কন্ধকাটা, ডাইনী, নিশি, ভুলো, অপদেবতা… মোদ্দাকথা অন্ধকার জগতের সমস্ত চরিত্র এসে হাজির হয়েছে বিদেহী-তে। অন্যদিকে তান্ত্রিক, গুণিন, কাপালিক, ওঝা, কবিরাজরাও নাকি পুরোপুরি তৈরি হয়ে আছে ওদেরকে রুখে দিতে। তা হলে আপনি আর কীসের অপেক্ষায় দূরে সরে আছেন? এখনই ঝাঁপ দিন দুই মলাটের ভেতরে এবং উপভোগ করুন আমাদের এবারের অতিপ্রাকৃত আয়োজন — ‘বিদেহী’।
ভূত, প্রেত, পিশাচ, রাক্ষস, খোক্কস, যক্ষ, শাঁখিনী, উখিনী, স্কন্ধকাটা, ডাইনী, নিশি, ভুলো, অপদেবতা… মোদ্দাকথা অন্ধকার জগতের সমস্ত চরিত্র এসে হাজির হয়েছে বিদেহী-তে। অন্যদিকে তান্ত্রিক, গুণিন, কাপালিক, ওঝা, কবিরাজরাও নাকি পুরোপুরি তৈরি হয়ে আছে ওদেরকে রুখে দিতে। তা হলে আপনি আর কীসের অপেক্ষায় দূরে সরে আছেন? এখনই ঝাঁপ দিন দুই মলাটের ভেতরে এবং উপভোগ করুন আমাদের এবারের অতিপ্রাকৃত আয়োজন — ‘বিদেহী’।