সমস্ত স্মৃতি হারিয়ে "ছায়ানীড়" অনাথাশ্রমে আশ্রয় হলো ছোট্ট শিশু শায়ানের। কিন্তু দুঃস্বপ্ন পিছু ছাড়লো না তার। যে পানিকে যমের মতো ভয় করে, সে পানিই কেনো ঘুম এবং জাগরণে ফিরে ফিরে আসে তার কাছে? কিন্তু শুধু দুঃস্বপ্ন নয়, ছায়ানীড় আক্রান্ত হলো এক অশুভ শক্তির ভয়াল আক্রমণে। এক আদিম শক্তি কেড়ে নিতে শুরু করলো তাজা প্রাণ, যে শক্তির সূচনা অনেক বছর আগের এক শেওলা ধরা পুরনো বাড়িতে। যথারীতি এই অলৌকিক ঘটনাগুলোর তদন্ত করতে এগিয়ে এলো অকাল্ট ডিটেকটিভ আতশ। এ জন্য তাকে মুখোমুখি হতে হবে দুই আদিম প্রকৃতি আত্মার। যক্ষ এবং রাক্ষস।
সমস্ত স্মৃতি হারিয়ে "ছায়ানীড়" অনাথাশ্রমে আশ্রয় হলো ছোট্ট শিশু শায়ানের। কিন্তু দুঃস্বপ্ন পিছু ছাড়লো না তার। যে পানিকে যমের মতো ভয় করে, সে পানিই কেনো ঘুম এবং জাগরণে ফিরে ফিরে আসে তার কাছে? কিন্তু শুধু দুঃস্বপ্ন নয়, ছায়ানীড় আক্রান্ত হলো এক অশুভ শক্তির ভয়াল আক্রমণে। এক আদিম শক্তি কেড়ে নিতে শুরু করলো তাজা প্রাণ, যে শক্তির সূচনা অনেক বছর আগের এক শেওলা ধরা পুরনো বাড়িতে। যথারীতি এই অলৌকিক ঘটনাগুলোর তদন্ত করতে এগিয়ে এলো অকাল্ট ডিটেকটিভ আতশ। এ জন্য তাকে মুখোমুখি হতে হবে দুই আদিম প্রকৃতি আত্মার। যক্ষ এবং রাক্ষস।